কমিটি অনুমোদন-পাঠদান নবায়নে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা, বোর্ডের সতর্কতা
শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি, নবায়ন, কমিটির অনুমোদন, রেজিস্ট্রেশন, সনদপত্র, নম্বরপত্র এবং ছাড়পত্র দেয়ার কথা বলে ঢাকা বোর্ডের সেবাগ্রহীতাদের কাছ থেকে নামে-বেনামে ফোন করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। যদিও এসব কাজে বোর্ড নগদ টাকা নেয় না, শুধু সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি নিয়ে থাকে।