মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Khalil Master, ২৩ সেপ্টেম্বর, ২০২২
ভালো শিক্ষক এখনও অনেক আছেন কিন্তু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে তাহার দৃশ্যমান হতে পারছেন না।
Md Nasir Master, ২২ সেপ্টেম্বর, ২০২২
ভালো মানুষ বর্তমানে পাওয়া কঠিন।
Md Nasir Master, ২২ সেপ্টেম্বর, ২০২২
শাস্তি চাই।
Burhan Uddin, ২১ সেপ্টেম্বর, ২০২২
একদম ঠিক কথা বলেছেন সচিব মহোদয়। কিন্তু এসব সংশোধন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তো তিনাদেরই দায়িত্ব। শিক্ষকের বেতন যেমন দেন শিক্ষাও তেমন দিচ্ছেন আরকি। এই ধরুন, সচিব মহোদয়ও তো কোন না কোন প্রতিষ্ঠানে পড়ে আসছে। সচিব হয়ে তিনি কি তার সেই প্রাইমারি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষকের দুর্বিসহ জীবনের কথা চিন্তা করেছে? করেনি বরং শিক্ষকদের কোন আন্দোলন হলে আইনশৃঙ্খলা বাহিনী ও পালিত গুন্ডা বাহিনী দিয়ে রাস্তা থেকে খেদায় দেন। যাই আপনার আফসোস গুলো যথার্থ। একই আফসোস শিক্ষক-কর্মচারীরাও করেন তবে কেউ কেউ কখনো কখনো অতি লোভের শিকার হয়ে এমন নেক্কারজনক কাজ করে থাকেন। দুঃখজনক।
মো. রবিউল ইসলাম, ২১ সেপ্টেম্বর, ২০২২
এরা হলেন যারপরনাই বোকা শিক্ষক। করনোভাইরাস মহামারিতে পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় যেহেতু পরীক্ষার কেন্দ্রগুলোতে শিথিলতা দেখিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন ফাঁসের দরকার কোথায়?