দেশের শিক্ষা প্রতিষ্ঠান এ-র প্রধান ও কমিটির সভাপতি মিলে শিক্ষা প্রতিষ্ঠান এ-র অর্থ প্রতিনিয়ত তছরুপ করে যাচ্ছে। তাই শিক্ষকদের যাবতীয় অধিকার নিশ্চিত করে প্রতিষ্ঠান এ-র সকল অর্থ সরকারের রাজকোষে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
Md.Alauddin, ০৪ ডিসেম্বর, ২০২২
বৃদ্ধ বাবা মা, ছোট্ট নিষ্পাপ শিশু সন্তান আর আমি দেশের সর্বোচ্চ নামকরা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও এনটিআরসিএ এর নিবন্ধন পাস করা ননএমপিও প্রভাষক। প্রতিটি মুহূর্ত চেয়ে থাকি কখন সরকার আমাদের এমপিও নামক সোনার হরিণ চালু করবে। এখন বেঁচে থেকেও প্রতি মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। আর ভাবি শেষ বিচারের দিন মহান আল্লাহ পাক এর সঠিক বিচার করবেন।
Md.Alauddin, ০৪ ডিসেম্বর, ২০২২
বৃদ্ধ বাবা মা, ছোট্ট নিষ্পাপ শিশু সন্তান আর আমি দেশের সর্বোচ্চ নামকরা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও এনটিআরসিএ এর নিবন্ধন পাস করা ননএমপিও প্রভাষক। প্রতিটি মুহূর্ত চেয়ে থাকি কখন সরকার আমাদের এমপিও নামক সোনার হরিণ চালু করবে। এখন বেঁচে থেকেও প্রতি মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। আর ভাবি শেষ বিচারের দিন মহান আল্লাহ পাক এর সঠিক বিচার করবেন।
Md.Alauddin, ০৪ ডিসেম্বর, ২০২২
০৬/০৭/২২ তারিখে এমপিও ঘোষণা করা হয়। এরপর বলা হয় আপিল আবেদন নেওয়া হবে। নেওয়া হলো আপিল আবেদন ও শুরু হলো যাচাই বাছাই কিন্তু যাচাই বাছাই আর শেষ হচ্ছে না। এরপর বলা হলো এমপিও কোড তৈরি হচ্ছে তা-ও তৈরি হলো। এরপর বলা হয় আপিল আবেদন নিষ্পত্তি করে সকল নতুন করে এমপিও ভুক্ত প্রতিষ্ঠান এমপিও চালু হবে। এরপর বাকিটা এমপিও নাটকের চলমান সিরিজ। দয়া আমাকে কি জানাবেন আপিলের রায় এবং এমপিও কোড কবে চালু হবে।