মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মো.মোয়াজ্জেম হোসেন, ১৩ ডিসেম্বর, ২০২২
দায়িত্বহীনতার পরিচয় দিলেন ঐ শিক্ষক।
মাহমুদ, ১৩ ডিসেম্বর, ২০২২
এই প্রশ্নের ভুল হয়েছে বিজয় থেকে অভ্র বা অভ্র থেকে বিজয়ে যাওয়ার জন্য । এটা লেআউট জনিত সমস্যা । এটা একজন টেক পার্সন হিসেবে যে কেউ ধরতে পারবে । কারণ এক্ষেত্রে যদি লক্ষ করা যায় বিশেষ কিছু ভুলে ি কার আগে পরে হয়ে গেছে । কিন্তু তারপরেও প্রুফ না দেখে বাচ্চাদের কাছে এই প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করার তীব্র নিন্দা করছি । আর দৈনিক শিক্ষার রিপোর্টিং শিক্ষকদের পক্ষে থাকার আকুল আবেদন জানাচ্ছি । কারণ একজন শিক্ষক প্রশ্ন জমা দেয়ার পর ভুল থাকলে সেখানেই তাকে প্রশ্ন করা যেত । সেটা না করে তাকে এরকম সমাজের কাছে ভুলভাবে উপস্থাপনের কারণ দৈনিক শিক্ষা যাচাই করতে পারত । কারণ শিক্ষকরা দৈনিক শিক্ষাকে চরমভাবে বিশ্বাস করে ।
Mohammad Mahabubul Alam, ১৩ ডিসেম্বর, ২০২২
প্রশ্ন পড়ে মনে হলো একজন শিক্ষক কখনো এই ভুল করতে পারে না। আমি নিশ্চিত টাইপ করতে ভুল হয়েছে। ডাবল একার, আকার এটা শিক্ষকের দ্বারা ভুল হতে পারে না। যারা এ নিয়ে সমালোচনা করছে আমি মনে করি তাদের মাথায় কিছু নেই। তারা সমালোচনা না করে পরামর্শ দিতে পারতো। এক কপি প্রিন্ট করে পুনরায় চেক দিলেই এই ধরনের ভুল হতো না।
মোঃ রফিকুল ইসলাম, ১৩ ডিসেম্বর, ২০২২
বানান গুলো ফ্রন্ট ভাঙ্গার অজুহাত দেওয়া হয়েছে আসলে ফ্রন্টের সমস্যা নয়। এগুলো টাইপিংয়ের ভূল।
MD. ABU TAYEF SARKER, ১৩ ডিসেম্বর, ২০২২
উনারা সরকারি বিদ্যালয়ের শিক্ষক ....…..…..... আর যা সব ব্যাঙের ছাতা ।
মো: আকতারুজ্জামান, ১৩ ডিসেম্বর, ২০২২
৩৫ টি নয়। আমার কাছে আরও ৭ টি ভূল বানান ধরা পড়েছে। মো: আকতারুজ্জামান। সহকারী শিক্ষক ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়।