মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ মঞ্জুর মোর্শেদ, ২০ ডিসেম্বর, ২০২২
এখনো পর্যন্ত উপজেলায় পর্যায়ের মাস্টার ট্রেইনারদের ট্রেনিং শুরু হয়নি। তালিকা দিয়েছে কিন্তু মণিরামপুর (যশোর) এর মাধ্যমিক শিক্ষা অফিসার- ১৮-১২-২০২২ এ মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে দেখা করেছিলাম তিনি সুপার, সহসুপুর, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ সিয়ে চরম ব্যস্ত আছেন। তালিকার কথা বললাম, বললো কাল আসনে। দেখা করলে বললো কাল বিকালে এসে তালিকা দেখে যেয়েন। মেইলে দিতে বললাম বললো মেইলে দেওয়া যাবে না। অথচ সম্ত জেলা-উপজেলায় তালিকা প্রকাশ করছে। অভাগা শিক্ষকদের দেখার কেউ নেই।
Tabiatkowser, ২০ ডিসেম্বর, ২০২২
নতুন এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না, কোচিংয়ে যেতে হবে না। এমনকী গৃহশিক্ষকেরও দরকার পড়বে না। এতে বেশির ভাগ শিক্ষকের কোচিং ও প্রাইভেট পড়ানোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। ‘উপরি ইনকাম’ বন্ধ হয়ে যাওয়ায় নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষকরা তেমন একটা উচ্ছ্বাস প্রকাশ করছেন না। তবে যদি কেউ শিক্ষার নামে ব্যবসার পায়তারা চালায় তাদের বিরুদ্ধে কঠোর শায়েস্তার বিধান চালু করতে হবে।
Ismail Hossain, ২০ ডিসেম্বর, ২০২২
আমার মন্তব্যটি অনুমোদনের জন্য অনুরোধ করছি।
Ismail Hossain, ২০ ডিসেম্বর, ২০২২
জানিনা এই শিক্ষানীতি কতটা কাজে আসবে তবে আশা করি ভাল কিছুর।
SHAH. MD. ZIAUR RAHMAN, ২০ ডিসেম্বর, ২০২২
স্যার বিস্তারিত তুলে ধরান জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।