মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Ismail Hossain, ২২ ডিসেম্বর, ২০২২
আমাদের দেশের শিক্ষাবিভাগের কর্তা ব্যক্তিরা কি যে জানে না ,সেটাই জানে না।এবার নয় শুধু গত কয়েক বছর ধরে যে ভাবে পরীক্ষা,খাতা মূল্যায়ন ও পাশের হারে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে যেটা হওয়ার কথা ছিলনা কেননা আমরা সবাই জানি যে কোন কাজে বাধা আসলে তার ফলাফল ভাল হয়না কিন্তু আমাদের দেশে যা হয়েছে তা উল্টা।অর্থাৎ করোনা আমাদের শিক্ষার ক্ষেত্রে অভিশাপ নয় বরং আশির্বাদ ।এবার A+ এর সংখ্যা নাকি বেড়েছে ,কি ভাবে সেটা আমার মাথায় আসেনা কেননা গত দু,বছর করোনা থাকার কারনে তারা ঠিক মত শ্রেনি কার্যে অংশ গ্রহন করতে পারে নি। আমার পরিচিত কয়েকজন শিক্ষার্থী ইংরেজিতে A+ পেয়েছে কিন্তু কিভাবে আমি তা জানি না কারন তারা A+ অর্থাৎ ঐ বিষয়ে তারা 80 বা তার উপরে নম্বর পাওয়ার মত না।আরো অনেক কিছু লেখার ছিল সময় সল্পতার কারনে পারলা না ,যতটুকু লিখেছি তাতে যদি কোন ভুল থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।