মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

সাদামন, ২৫ ডিসেম্বর, ২০২২
একজন লোক নিজের বাপ দাদার জমি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে ১০-১৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে (একটু মাতুব্বরি তো করবেই অতি মাতুব্বরি বা দুর্নীতি কখনো না) তাকে বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসবেন প্রতিষ্ঠান এ লুটপাট করবেন। স্হানীয় লোকজন এর প্রতিষ্ঠান এর উপর কিছু দ্বায় ব্দ্দতা থাকে কিন্তু বাহিরের উড়ে এসে জুড়ে বসা লোকটা কি দ্বায় ব্দ্দ ??? তাও আবার সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা
সাদামন, ২৫ ডিসেম্বর, ২০২২
একজন লোক নিজের বাপ দাদার জমি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে ১০-১৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে (একটু মাতুব্বরি তো করবেই অতি মাতুব্বরি বা দুর্নীতি কখনো না) তাকে বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসবেন প্রতিষ্ঠান এ লুটপাট করবেন। স্হানীয় লোকজন এর প্রতিষ্ঠান এর উপর কিছু দ্বায় ব্দ্দতা থাকে কিন্তু বাহিরের উড়ে এসে জুড়ে বসা লোকটা কি দ্বায় ব্দ্দ ??? তাও আবার সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ।
সাদামন, ২৫ ডিসেম্বর, ২০২২
লে হালুয়া! কি মজা, সরকারি চাকরি করা অবস্থায় লুটপাট দুর্নীতি আবার অবসর এর পরে ওভারটাইম লোটপাট এর ব্যবস্থা, জয় বাংলা?
এম এইচ রহমান, ২৩ ডিসেম্বর, ২০২২
আল্লাহ আইন প্রনেতাদের সুবুদ্ধি দিন। আমিন, আমিন আমিন
এম এইচ রহমান, ২৩ ডিসেম্বর, ২০২২
আমার স্কুলের সভাপতি নিজের নামটাও লিখতে পারে না, চোখে পানি চলে আসে ওনার নাম লিখা দেখলে -- আল্লাহ দ্রুতই বাংলাদেশের এ করুণ পরিনতি থেকে আমাদের মুক্তি দিক, আমিন
মোঃসোহানুর রহমান, ২৩ ডিসেম্বর, ২০২২
ভালো প্রসঙ্গ।বিগত মাসে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় একটি কারিগরি প্রতিষ্ঠানে অবৈধ কমিটির অনুমোদন হয়।যেখানে বোর্ডের কোনো নীতিমালা মানা হয়নি।বোর্ড যেখানে একটি কলামে স্পষ্ট বলেছেন বিদ্যুৎসাহী দুইটি এবং একজন শিক্ষানুরাগী স্থানীয় নির্বাচিত সংসদ সদস্য এর সুপারিশ ক্রমে কমিটি গঠিত হবে,সেখানে সুপারিশকৃতদের অপেক্ষা করে কমিটি গঠিত হচ্ছে, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট হতে।আশা করি এ বিষয়ে আমাকে একটু সহযোগিতা করবেন।
Md. Toyeb ali, ২২ ডিসেম্বর, ২০২২
খুব ভাল খবর।
mohadeb kumar, ২২ ডিসেম্বর, ২০২২
প্রতিষ্ঠান গুলো প্রাণ ফিরে পাবে ।
MD.MIZANUR RAHMAN, ২২ ডিসেম্বর, ২০২২
ধন্যবাদ প্রস্তাবকারীকে, কা্যকর হলে শিক্ষক সমাজ শীতল ছাঁয়া অনুভব করবে ।
মো: মাহবুবুর রহমান, ২২ ডিসেম্বর, ২০২২
আমার মনে হয় যুগোপযোগী সিদ্ধান্ত হতে যাচ্ছে। প্রতিষ্টান প্রধানরা যেভাবে সব লুটপাট করে খাচ্ছে, তাতে আর বলার অপেক্ষাই রাখে। তারা সহকারিদের মনে করে রোহিঙ্গা। যেমন আমাদের প্রতিষ্টান, রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা।
মোঃ আরিফুল ইসলাম, ২২ ডিসেম্বর, ২০২২
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার।স্থানীয় ভাবে শিক্ষকদেরকে চাপের মধ্যে রাখা হয়।এমন প্রদক্ষেপ গ্রহন করা হলে শিক্ষকরা ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা থেকে মুক্তি পাবে।
মোঃ আরিফুল ইসলাম, ২২ ডিসেম্বর, ২০২২
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার।স্থানীয় ভাবে শিক্ষকদেরকে চাপের মধ্যে রাখা হয়।এমন প্রদক্ষেপ গ্রহন করা হলে শিক্ষকরা ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা থেকে মুক্তি পাবে।
mohammad abdus salam, ২২ ডিসেম্বর, ২০২২
it's a good idia
Md Rejaul Karim, ২২ ডিসেম্বর, ২০২২
যৌক্তিক মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন ।।। এমনটি হলে অনেক ভালো হবে কারণ মেজোরিটি পার্সেন্ট শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকরা মাষ্টার্স পাস করা সেখানে অশিক্ষিত লোকেরা সভাপতি হয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্টানের সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ন্ত্রণ করবে কি করে???
KAIDE MILLAT GHS, ২২ ডিসেম্বর, ২০২২
সর্বোত্তম সিদ্ধান্ত, আমার মতে শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন হবে । বিশেষ করে শিক্ষার মানোন্নয়নে । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
শাহীদুজ্জামান, ২২ ডিসেম্বর, ২০২২
আসসালামু আলাইকুম। আমার যারা ১৫তম নিবন্ধন পরীক্ষায় এবতেদায়ী প্রধান পদে পাশ করেছি আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের কোন সুযোগ দেয়নি। অন্যান্য বিষয়ে যারা পাশ করেছে তারা শিক্ষকতা করছেন আর আমরা মানবেতর জীবন-যাপন করছি। আথচ এবতেদায়ী প্রধান পদে অনেক পদ শূন্য আছে। আমাদের সম্পর্কে একটু কথা বলবেন প্লিজ।
Salauddin Patwary, ২২ ডিসেম্বর, ২০২২
খুব ভাল সিদ্ধান্ত। যা শিক্ষার মান উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা রাখবে।।
এম মাহবুব, ২২ ডিসেম্বর, ২০২২
গ্রামের মর্খদের সভাপতি করে স্কুলের বারোটা বাজাচ্ছে।
Salim Ullah, ২২ ডিসেম্বর, ২০২২
এমনটি হলে খুব ভাল হবে। কারণ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাগগ তাঁদের সারা জীবনের অর্জিত জ্ঞান -যোগ্যতা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে/উন্নয়নে ব্যয় করতে পারবেন।
Rahmat Ali, ২২ ডিসেম্বর, ২০২২
এমনটাই হওয়া উচিৎ। কারণ ক্ষমতাসীনদের জ্বালায় শিক্ষকরা খুবই বিপদের মধ্যে থাকে। যথা সময়ে সঠিক পরিকল্পনাকারীদের আল্লাহ নেক হায়াত দান করুক। আমিন।
mohammad abdus salam, ২২ ডিসেম্বর, ২০২২
খুব ভালো হবে। অহেতুক শিক্ষক হয়রানি, নিয়োগ বাণিজ্য বন্ধ হবে। ধন্যবাদ