মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md billal hossain, ১২ জানুয়ারি, ২০২৩
টাম পাস আর টাকা উপার্জন ।
Md billal hossain, ১২ জানুয়ারি, ২০২৩
পাচঁ দিনের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষক হওয়াটা কতটুকো যুক্তিক আমার বুধগম্য হয়না ।
Alamgir hossain, ১২ জানুয়ারি, ২০২৩
অভিজ্ঞতা ০৫ বছর আবশ্যক ছিলো, তবে বিএড কোর্স কে পরে শিথিল করে দেওয়া হয়েছিলো। না থাকলে ও আবেদন করতে পারত।
শাব্বীর আহমদ শিবলী, ১১ জানুয়ারি, ২০২৩
এরকম আমাদের উপজেলা বানিয়াচং এ গত এনটিআরসিএ নিয়োগ পেয়ে এমপিও লাগিয়ে ও আরো অনেকেই বিএড ছাড়া এম এড তো নাই এমনকি কম্পিউটারে সাধারণ জ্ঞান ও নেই মাস্টার ট্রেইনার হয়ে ট্রেনিং দিচ্ছেন। জেনেছি উপর কে ম্যানেজ করে অযোগ্যদের কে পদ দেয়া হয়েছে। আফসোস।
মোঃ আলিউজ্জামান, ১১ জানুয়ারি, ২০২৩
এরকম মাস্টার ট্রেইনার অনেক আছে
Md. Nurul Amin, ১১ জানুয়ারি, ২০২৩
শুধু কি বাংলায়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষক হয়ে ইংরেজীর মাস্টার ট্রেইনার হয়েছে কাউখালীর কোনো বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তার এমপিওতে ICT. তার তিনশত নম্বরের ইংরেজীও নাই। এমন কি বিদ্যালয়ে তিনি ইংরেজী পড়ান না। এ ব্যাপারে কর্তৃপক্ষকে আরো সাবধানতা অবলম্বন করা উচিত।