মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মিলটন দাস, ১২ জানুয়ারি, ২০২৩
ভালো উদ্যোগ কিন্তু নতুন কারিকুলাম দিয়ে শিক্ষার্থীদের কোনো উপকার হবে কি? দয়া করে ভেবে কাজ করেন, করে ভাবেন না।।
Tabiatkowser, ১২ জানুয়ারি, ২০২৩
শিক্ষার মান আরো ভালো করার উদ্যোগ নিতে হবে। মিডডে চালু করার আগে শিক্ষকদের কথা আগে ভাবতে হবে। তবে ঢালাওভাবে নয়। এমপিওভুক্ত শিক্ষা ও প্রতিষ্ঠানের যেগুলো শিক্ষার্থী সংখ্যা ফলাফল ও মানগত ভালো ক্যাটাগরিতে পড়বে সেগুলোকে জাতীয়করণের আওতায় আনা খুব প্রয়োজন। তাই শিক্ষকদের অধিকার নিশ্চিত করা আগে দরকার। তারপর ভাবা হোক শিক্ষার্থীদের নিয়ে।
Salim Ullah, ১২ জানুয়ারি, ২০২৩
খুবই ভাল খবর ! এমনিতেই অধিকাংশ স্কুলে যথাযথ শিক্ষক ও কর্মচারী নেই। নেই পর্যাপ্ত স্রেণি কক্ষ। এখন যতটুকু আছে তাদের একটা অংশ বাজার-খরচ, রান্নাবানা ও রান্নাকৃত খাবার পরিবেশনে ব্যস্ত থাকবে। তা ছাড়া স্কুলে যে পরিমান স্পেস আছে, তা থেকে রান্নাঘর, খাদ্য মজুত ঘর এবং পরিবেশন ঘর বানানো হলে, শ্রেণি কক্ষের সংকট দেখা দেবেই। ফলে শিক্ষা লাটে উঠবে। তার উপর এসব দায়িত্বে যারা থাকবে তাদের উপর অব্যবস্থাপনা, তহবিল তছরুপ ও নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগ উঠবেই। জাতির বিবেক শিক্ষক সমাজের বেইজ্জতি হওয়ার দারুণ সুযোগ আসবে। কি ভাল খবর, শুনলে মন ভরিয়ে যাওয়ার মত অবস্থা। আমার কথা হল, সরকারের এটা যদি রাজনৈতিক অংগীকার হয়ে থাকে এবং এটা যদি শিক্ষার্থীদের কল্যাণের জন্য হয়ে থাকে ভাল কথা, কিন্তু দোহাই লাগে,কোন শিক্ষক কে এর সাথে জড়িত করবেন না।