মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
ধর্ষকের গোপনাঙ্গ কেটে উপযুক্ত কাজই করেছেন। গৃহবধূ যদি তা না করে ধর্ষককে মনোবাঞ্ছা পূরণের জন্য অনৈতিক কাজে জড়িয়ে পড়তেন, তা যদি জনসমক্ষে প্রকাশ পেত, তাহলে তার দাম্পত্য জীবনের কি করুণ অবস্থাই না হতো? তার স্বামী কি তাকে ডিভোর্স না দিয়ে স্ত্রী হিসাবে মেনে নিতে পারতো? তখ ন কি ডিভোর্সি মহিলার দায় দায়িত্ব কি প্রশাসন গ্রহণ করতো? ঘটনার বিবরনে জানা যায় ইতিপূর্বে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি লাভ করে। এতকিছুর পর ও ধর্ষক নিজেকে না শোধরিয়ে বার বার গৃহবধূকে উত্যক্ত করার চেষ্টা করে যার ফলশ্রুতিতে গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার্থে ধর্ষকের লিঙ্গ কেটে নেয়, দূঃখজনক ঘটনা হচ্ছে গৃহবধূকে পূরস্কৃত না করে,গ্রেপ্তার করা হয়েছে। তাই প্রশাসনের কাছে আকুল আবেদন গৃহবধূকে অনতিবিলম্বে সৎ সাহসিকতার জন্য মুক্তি দিয়ে পূরস্কৃত করা হউক।