ভালো কথা , কিন্তু বোর্ড এক্সামের প্রশ্ন করার সময় তো , বোর্ড বই ফলো করে না শিক্ষকরা । তারা ফলো করে এইসব বই । তাহলে শিক্ষার্থীরা পাস করবে কিভাবে ? সেটাও তো লক্ষ রাখবে এনসিটিবি । নাকি শিক্ষার্থীদের ব্যাপারে তাদের কোন চিন্তা নেই ।
এই ব্যাপারে দ্রুত চিন্তা করেন । প্রশ্ন করতেই হবে বোর্ড বই থেকে, তাহলে কেউ এইসব বই কিনবে না । এটা কি সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বোঝে না ?
এইটা করুক সবার আগে । বেশিরভাগ সময় প্রশ্ন বোর্ড বইয়ের বাইরে থেকে আসে । শিক্ষার্থীরা তো পাস করতেই পারবে না । তাই আগে বোর্ড বই থেকে প্রশ্ন নিশ্চিত করুক ।