মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Shawkat hossain, ০৩ মার্চ, ২০২৩
তখনতো আর এখনের মতো ৮ম শ্রেণি পাশ করে ৯ম শ্রেণিতে ভর্তি হতে হতোনা, এই আইন কি তিনি জানেন? এক সময়তো দাখিল ছাড়াও আলিম পরিক্ষা দেওয়ার নিয়ম ছিল। সরাসরি আলিম শ্রেণিতে ভর্তি হয়ে আলিম পাশ করা যেত। তাছাড়া এখনো এনেকেই দুয়েক বছর নুরানি মাদ্রাসায় পড়ে ৫ম শ্রেণিতে ভর্তি হয়। তখন তার বয়স ৬-৭ বছর হয় মাত্র।
Siraz, ০৩ মার্চ, ২০২৩
Dhakhil পাস অষ্টম শ্রেণীর মান ছিল
মো: শফিউল্লাহ, ০৩ মার্চ, ২০২৩
আরে ভাই এই অপরাধ তো আর শিক্ষক্সের নয়। তখন৷ মাদরাসা শিক্ষাবোর্ড এ রকম লিখতো এখন এ রকম হয়না। এ জন্য কেস করতে হবে কেন? আর কেস করবেন তো বোর্ডের নামে করুন। আমার মনে হয় অন্য কোন রাগ ঝাড়ছেন এটা আসলে নয়। তবে আমি বলে এসব নিয়ে অন্যের পিছনে লাগা ঠিক হবেনা বুঝলেন? সদস্য হয়েছেন বলে কে কখন পাশ করেছে এটা নিয়ে কিছু করতেই হবে, ঠিক হবেনা। লেখা পড়ার খবর নেন।
আরিফরব্বানী, ০৩ মার্চ, ২০২৩
ব্যক্তিগত আক্রশে একজন আলেমের মান সম্মান নষ্ট করা মোটেও ঠিক হয়নি।
আরিফরব্বানী, ০৩ মার্চ, ২০২৩
আগে শিক্ষার্থীদের জন্ম তারিখ ইচ্ছে মতো লিখে দিতো প্রতিষ্টানের পক্ষ থেকে। আমার দাখিলের রেজিষ্ট্রেশন হওয়ার পরে দাখিল পরীক্ষার এডমিট পাওয়ার পরে আমার জন্ম তারিখ জেনেছি। মামলার বাদি অযুক্তিক, প্রতি হিংসা, খামখা হয়রানি মূলক মামলা করেছে।
MD, ০৩ মার্চ, ২০২৩
অভিযোগ কারি ভাইয়ের জন্য বলি আপনি উনার ঘটনা কেন বা কিভাবে জানলেন আরও তো অনেক শিক্ষক আছে তাদের গুলো কি যাচাই করতে গেছিলেন? আমার ধারনা সেই শিক্ষকের প্রতি বা সাথে মনোমালিন্য আছে নিশ্চিত।