যতদিন সবার মধ্যে (উপর মহল) দেশপ্রেম না আসবে ততদিন জাতীয়করণ হবে না। আমাদের সরকারের প্রতি আকুল আবেদন, আপনি একটু সজাগ হোন। আপনি নিজে সব কিছু তদারকি করুন। বাইরের দেশ কে কি বলল তাতে কর্ণপাত করার দরকার নেই। হয়ত এই সোনার দেশ ৪/৫ টা বছর পিছাবে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হব। ইনশাআল্লাহ
Binoy Krishna Bhowmick, ০৭ মার্চ, ২০২৩
ধন্যবাদ মাননীয় সাংসদ।
বিষয়টি নিয়ে জাতীয় সংসদ এ আলোচনা করেন ও মাননীয় প্রধানমন্ত্রী কে অবহিত করেন বেসরকারি শিক্ষাএ দূর্নীতি দুর করতে ও শিক্ষায় গতিশীলতা আনতে শিক্ষা জাতীয়করণ প্রয়োজন।
MD.RASHEL HOWLADER, ০৭ মার্চ, ২০২৩
ধন্যবাদ
Salim Ullah, ০৭ মার্চ, ২০২৩
মাননীয় এমপি সাহেবার প্রতি আমিও একমত,কারণ আমার মনে হয় শিক্ষা জাতীয় করণ করলে শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর হবে, শিক্ষকেরা উন্নত জীবন পাবে, শিক্ষার্থীরা ভাল পাঠদান পেয়ে উপকৃত হবে। সরকার ও একটি অতি ন্যায্য দাবী পুরণ করে বিপুল জনপ্রিয়তা পাবে। আর শিক্ষা খাতে ব্যায়িত বাজেটের চেয়েও বেশি অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি ও সম্পত্তির আয় থেকে ফেরত পাবে।বিশ্বাস না হলে নিরপেক্ষভাবে জরিপ করে দেখলেই তো হয়। আমি বুঝি না, এর জন্য আন্দোলন করতে হয় কেন?