মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mahmud, Dhaka, ১২ মার্চ, ২০২৩
দৈনিক শিক্ষা প্রত্যেক ছাত্র শিক্ষকদের প্রাণের পত্রিকা, আমরা হৃদয় দিয়ে ভালোবাসি এবং উত্তোরোত্তর এর উন্নতি কামনা করি। প্রকাশিত এই সংবাদটির বিষয়বস্তুর শুরুতেই বলা হলো ”এসময় বিনোদপুরের এক স্থানীয় জামাত কর্মী বাকবিতণ্ডায় যুক্ত হন” তাৎক্ষণিক পরিচয়ে এই ব্যক্তিকে জামাত কর্মী চিহ্নিত করে কি বোঝানো হলো? তিনি কি ব্যক্তি নাকি জামাত কর্মী ? ব্যক্তি এবং জামাত কর্মীর মধ্যে তফাৎ কি? দৈনিক শিক্ষা কখনোই রাজনৈতিকভাবে পরিচালিত হয়নি কখনো হবেও না মর্মে মনে করি।