মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.ABU TALEB, ৩১ জুলাই, ২০২৩
আমার বাবা একটি মধ্যমিক সরকারি স্কুলের ইসলাম শিক্ষার সিনিয়র শিক্ষক ছিলেন । 20১৯ সালে তিনি অবসরে নেন , তিনি খুব অসুস্থ হার্টের রোগী , তার চিকিৎসার জন্য টাকা ধার করে 2020 সালে ইন্ডিয়া নিয়ে গিয়েছিলাম। আগের থেকে এখন একটু সুস্থ হলেও নিয়মিত ঔষধ খাওয়াতে পারছি না। সল্প আয়ের মানুষ আমরা । আমার বাবার এমন অবস্থা শুধু তাই নয় অবসর নেওয়া হাজার হাজার বাবার এমন অবস্থা।সারাটা জীবন আমার বাবার মত হাজারও শিক্ষক চিন্তা করে শেষ বয়সে অন্তত্য অবসরের টাকাটা দিয়ে একটু ভালো থাকতে । কিন্তু অবসরের ৪-৫ বছর পার হয়ে গেলেও তাদের কাঙ্খিত পাওনা বা সন্মানিটুকু পাচ্ছে না। শেষ বয়সে এসেও টাকার অভাবে অনেক শিক্ষকগন নিজের চিকিৎসা করাতে পারছেন না। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানবতার মা তার এই অবসর প্রাপ্ত শিক্ষকদের প্রতি সদয় দৃষ্টি দিলে হাজার হাজার শিক্ষক তার শেষ জীবনের প্রাপ্ত সন্মান টা নিয়ে বেঁচে থাকতে পারতো।