মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. ABDUL MALEK, ১৮ মার্চ, ২০২৩
মাদ্রাসার তথ্য এন্ট্রি করতে গেলে দেখাও সফলভাবে সংরক্ষণ করা হয়েছে কিন্তু শিক্ষার্থীর তথ্য আপটেড অথবা উপজেলায় তালিকা পাঠান অপসনে গেলে কোন শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে না। কেউ এর সঠিক সমাধান বলতে পারেন। এ ব্যাপারে দৈনিক শিক্ষা ডটকমের সহায়তা চাচ্ছি।
Md. Arsadul Haque, ১৮ মার্চ, ২০২৩
আমিও সকলের সাথে একমত পোষন করছি। সময় বৃদ্ধি করতে হবে। সময় যদি না বাড়ানো হয় তাহল অনেক শিক্ষির্থীর আবেদন হবে না।
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ১৭ মার্চ, ২০২৩
আরো সময় বাড়ানো হউক।
মোঃ মঞ্জুর মোর্শেদ, ১৭ মার্চ, ২০২৩
আমার প্রতিষ্ঠান যষোর জেলার মণিরামপুরে অবস্থিত। এটি একটি মাদ্রাসা। প্রতিষ্ঠানে একটি ডেক্সটপ ও একটি ল্যাপটপ ছিল। প্রতিষ্ঠান প্রধানের অবহেলার কারণে একটি নস্ট হয়েগেছে আর একটি চুরি হয়ে গেছে (আসলে চুরি করা হয়েছে)। প্রতিষ্ঠানের করণীক বেশিরভাগ কাজ করায় মাধ্যমিক শিক্ষা অফিস থেকেই (কিভাব্ সেটা না বলা ভালো)। এরকম বহু প্রতিষ্ঠান এ উপজেলায় আছে। এছাড়া সরকারি কোন নির্দেশনা ১% ও পালন করা হয় না। প্রতিষ্ঠান প্রধানের ভাষ্য- গোলেমালে যে কয়দিন যায়। অতএব এ নোটিশ বাস্তবায়ন ...............
মোঃ ইউসুফ আলী, মাগুরা এম.ইউ আলিম মাদ্রাসা, ১৭ মার্চ, ২০২৩
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২০২৩ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী নির্বাচন ও তথ্য এন্ট্রির সময় বৃদ্ধি না করলে অনেক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে না । কারণ সার্ভারের সমস্যার কারনে তধ্য এন্ট্রি করতে অনেক সময় লাগছে।
মোঃ ইউসুফ আলী, মাগুরা এম.ইউ আলিম মাদ্রাসা, ১৭ মার্চ, ২০২৩
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২০২৩ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী নির্বাচন ও তথ্য এন্ট্রির সময় বৃদ্ধি না করলে অনেক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে না । কারণ সার্ভারের সমস্যার কারনে তধ্য এন্ট্রি করতে অনেক সময় লাগছে।
RUBEL MAZUMDER, ১৬ মার্চ, ২০২৩
গ্রাম অঞ্চলের প্রায় অনেক স্কুলে নেটওয়ার্ক সমস্যার কারনে কাজ করতে গিয়ে অনেক সময় লাগে এবং বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন সংক্রান্ত কাজে সমস্যা হয়। তাই কর্তৃপক্ষের আকুল আবেদন যাতে গ্রাম অঞ্চলে ইন্টারনেটের সমস্যা সমাধানের এবং প্রতিটি স্কুলে দ্রুত গতির ইন্টারটেন সংযোগ স্থাপনের জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।