মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৯ এপ্রিল, ২০২৩
আমাদের চুরি করার ক্ষমতা আছে তাই চুরি করেছি, তাতে আপনার কি? আমরা ট্যাব নিয়ে এসেছি, আমাদের ছেলেমেয়েদের তা দিয়েছি, আপনি এখানে ঝামেলা করার কে?” এ ধরনের কথা হলো একজন মাস্তান নামক ব্যক্তির। একজন শিক্ষকের এরূপ বাক্য হওয়া কখনো বাঞ্ছনীয় নয়। এ ধরনের কথাবার্তার দ্বারা সহজে প্রমান করে যে এরা মাস্তান না হয় মাস্তানের এজেন্ট। তাই এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
Tabiatkowser, ০৯ এপ্রিল, ২০২৩
এই চোর প্রধান শিক্ষক ও তার সাথে চামচাগিরিকৃত সহকারী শিক্ষকের শাস্তি দাবি করছি। এ ধরনের অনৈতিক কাজ যদি একজন শিক্ষকের কাছ থেকে প্রকাশ পায়, তাহলে তাদের কাছ থেকে জাতি কি শিখবে আর তারাও জাতিকে কি দিবে? সমাজে এ ব্যাপারে বড় ধরনের প্রশ্ন থেকে যায়। তাই এ ব্যাপারটি যেন বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়ার জন্য সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।
মোঃ আমিনুল ইসলাম, ০৯ এপ্রিল, ২০২৩
শিক্ষার্থী যতজন ট্যাব দিবে ততটি ৬টা ট্যাব দিয়ে দায় সাড়া,