মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MF SAIFUL ISLAM, ১০ এপ্রিল, ২০২৩
আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠান প্রধানের যোগ্যতা কেমন তার সামান্য একটু নমুনা প্রকাশ পেয়েছে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষিকার মতো। .... কারণ, তারা অধিকাংশই ঐ পদে আসীন হন অযোগ্য হওয়ার কারণে। কিভাবে? - কারণ টি হলো ঃ- যোগ্যতা সম্পন্ন একে শিক্ষক নীতিগত ভাবে চলতে এবং কাজ করতে পছন্দ করে। তবে বর্তমান জামানায় নীতিগত ভাবে চলতে গেলে সর্বদিক বিস্তৃত সমস্যা,; সেই সাথে ক্ষেত্র বিশেষে তোষামোদ না করে যথাযথ দায়িত্ব পালন করা খুবই দুরূহ। এসব যন্ত্রণাযুক্ত পরিস্থিতির কারণে সুযোগ্য ব্যক্তিরা নিরুৎসাহিত বোধ করেন।। তবে দেশে সব প্রতিষ্ঠান প্রধান উপরোল্লিখিত ধরনের না। হতে পারে যোগ্যতা সম্পন্ন এমন প্রতিষ্ঠান প্রধানের সংখ্যা অবশ্যই অর্ধেকেরও কম। উল্লেখ করা যেতে পারে - বগুড়ার সেই প্রধান শিক্ষিকা দক্ষতারা সাথে কোমলমতি শিক্ষার্থীেদের মামুলি একটি বিষয় সামাল দিতে না পারা যে কত বড় অযোগ্যতার দৃষ্টান্ত হয়েছে - তা অতি সহজেই অনুমেয় - অন্তত ঃ শিক্ষকতার মহান পেশায় যাঁরা জড়িত আছেন তাঁরা অবশ্যই বুঝতে পেরেছেন।। -- তাই এই প্রতিষ্ঠান প্রধান কে ওএসডি করাটা - প্রশাসনের যোগ্যতার প্রমাণ রেখেছে বলে আমার ধারণা - এজন্য প্রশাসন কে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।।
Tabiatkowser, ০৯ এপ্রিল, ২০২৩
এ ধরনের যতসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার আচরণ করে, কথায় কথায় বিভিন্ন ভাবে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে অসংযত আচরণে শাসায় ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অবাঞ্ছিত ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
Asstt. Professor Obydul Haque, ০৯ এপ্রিল, ২০২৩
ধন্যবাদ মাউশি। অভিযুক্ত অন্য শিক্ষকদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করি।