মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০২ মে, ২০২৩
যদি শিক্ষকদের অধিকারের কথা চিন্তা করা না হয়, তাহলে নতুন শিক্ষাক্রম ষোল আনা আদায় হবে না। শিক্ষকদের আর্থিক নিরাপত্তার গ্রান্টি না দিলে শিক্ষকরা অন্য মুখী হবে।
Tabiatkowser, ০২ মে, ২০২৩
ভালো কথা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নকল্পে অধিকাংশ দায়ভার পরে শিক্ষকদের উপর । কিন্তু শিক্ষকদের অধিকারের ব্যাপারে কতৃপক্ষ কি আদৌ কোন সিদ্ধান্ত নিতে পেরেছি কি? কথায় আছে পেটে দিলে পিঠে সয়। তাই শিক্ষকদের অধিকারের কথা চিন্তা না করলে নতুন শিক্ষাক্রম কতটুকু বাস্তবায়ন হবে তার ক্ষেত্রে বিরাট প্রশ্ন থেকে যায়।