মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মহঃ আবু কায়েশ, ০৩ মে, ২০২৩
তার আগে চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা ঊচিত। কারন একজন শিক্ষার্থীর মাস্টার্স শেষ করে আসতে ২৫/২৬ বছর কেটে যায়। আর যদি কোনো ইয়ার লস থাকে ভার্সিটিতে প্রথমবার চান্স না পায় কিংবা শেষণ জট থাকে তাহলে মাস্টার্স পাস করতে ২৭/২৮ বছর কেটে যায়। তাহলে আর থাকলো ২ বছর। দরখাস্ত করতে, পরিক্ষার ধরন বুঝতেই ২/৩ বছর কেটে যায় তাহলে এত লেখাপড়া শিখে কি হবে? বরং আষ্টম কিংবা দশম শ্রেনি পাশ করে পুলিশে চাকরি করাই ভালো। তাহলে গাড়ি, বাড়ি, অট্টালিকা বানানো যায়।।
Md.babul mia, ০২ মে, ২০২৩
সেচ্ছায় অবসর ২৫ বছর থেকে কমিয়ে ২০ বছর করার জোড় দাবি জানাচ্ছি। ২০১৫ সালের পূর্বে সেচ্ছায় অবসর ২০ বছর ছিল এবং এটা যৌক্তিক ছিল।