মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Rahima BU, ০৪ মে, ২০২৩
আমি (এসএসসি ২০১৮-১৯) ও (এইচএসসি ২০২০-২১) তে সাধারণ কোঠায় বোর্ড বৃত্তি পেয়েছি। এবং আমি আমার শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য জমা দিয়েছি যথাসময়ে। তারপরও আমি বোর্ড কর্তৃক টাকা পাইনি কেন? এক্ষেত্রে এখন আমি কি করতে পারি? যদিও আমার শিক্ষাপ্রতিষ্ঠান বলছে তারা যথা সময়ে সব তথ্য জমা দিয়েছে। কিন্তু আমি আমার একাউন্টে কোন টাকা পায়নি। না।না পাওয়ার সম্ভাবনাই দেখছি।আমার সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেটরা তাদের বোর্ড বৃত্তির টাকা পেয়েছে।
Rahima BU, ০৪ মে, ২০২৩
আমি ২০১৮-১৯ এস.এস.সি বোর্ড বৃত্তি ২য় টার্ম টাকা পাইনি।২০২০-২১ এইচ এস সি বোর্ড বৃত্তি টাকাও পাইনি।যদিও সব তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে যথা সময়েই জমা দিয়েছিলাম।এখন টাকা গুলো পেতে আমি কি করতে পারি।