মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১১ মে, ২০২৩
এসএসসি/সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়টি দেশের সর্বত্র জায়গায় শিক্ষক ও অন্যান্যদের সহযোগিতায় অহরহ নকল করা হচ্ছে। এমনকি অনেক শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদেরকে পরিক্ষার হলে প্রশ্নের সমাধান পর্যন্ত করে দেওয়া হচ্ছে। যদি দেশের এসএসসি পরীক্ষার চিত্র এরূপ হয়, তাহলে দেশের এরূপ শিক্ষাব্যবস্থা দিয়ে কি হবে? এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ যে অন্ধকার তা কি পিতা-মাতারা একবারও ভেবে দেখেছেন কি? পিতা-মাতারা নিজ সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ ব্যাপারে একবারও প্রশ্ন করেছেন কি? লেখাপড়া বাদ দিয়ে সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়েছেন তা নিয়্র কত পিতা-মাতা অনেক গর্ব করে থাকেন। অথচ নিজের সন্তানরা দিনদিন অধঃপতনে নিমর্জিত হচ্ছে তার কোন খেয়াল নেই। অন্যদিকে কিছু শিক্ষক নামের কুলাঙ্গার লোভী শিক্ষকরা শিক্ষার্থীদের কে জিম্মি করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোভাবে পাঠদান না করে শিক্ষকের ছদ্মবেশ ধারণ করে শিক্ষাকে বানিয়েছে পণ্য। এসব শিক্ষক নামের কুলাঙ্গাররা শিক্ষা পেশায় ঢুকে বছরের পর বছর শিক্ষার বারোটা বাজাচ্ছে। যদিও শিক্ষাব্যবস্থা তদারকির জন্য মাউশি দায়িত্ব দিয়েছে জেলাকে