মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Sikder Humayun Kabir, ১৩ মে, ২০২৩
৮ম থেকে ৯ম শ্রেণির ৭টি ক্লাস এবং ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণির ৬টি ক্লাস কিভাবে রুটিন তৈরি করতে হবে?আার একযোগে ক্লাস শুরু হলে ঘণ্টা দিবে কিভাবে?কিভাবে এক শিফটে এই রুটিন প্রনয়ন করবো,কিছুই বুঝতে পারছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয় ভিত্তিক শিক্ষকের তালিকা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানেররুটিন প্রনয়ন করে দেয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
Salim Ullah, ১২ মে, ২০২৩
কত রকম তাল করা হচ্ছে রুটিন নিয়ে। কারো ৬ কারো ৭ কেন ? সবাই মিলে এত দিন ৭ ছিল।এখন সবাই মিলে ৬ করলে খারাপ কী? এতে টিচারদের কেউ আগে ছুটি পাবে, কেউ পরে ছুটি পাবে।ছুটি না পেলে পরস্পরের মধ্যে অসন্তোস বাড়বে। শেষের ক্লাস কেউ লিতে চাইবে না ইত্যাদি।