মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মহঃ আবু কায়েশ, ২৮ মে, ২০২৩
একজন ছাত্র কিংবা ছাত্রীর মাস্টার্স শেষ করতে ২৭/২৮ বছর কেটে যায়। এর সাথে যদি কোনো ক্লাসে ১/২ বছর গ্যাপ থাকে তাহলে শিক্ষা জীবন শেষ করতেই ২৯/৩০ বছর কেটে যায়। তারপর ১/২ টা চাকরির দরখাস্ত করতেই বয়স শেষ হয়ে যায়। তারপর এরা চাকরি না পেয়ে কখনো আত্মহত্যা, কিংবা কখনো নেশা জাতীয় দ্রব্য সেবন করে। তাই আমার মতে চাকরির বয়স কমপক্ষে ৩৫ বছর করা অতি প্রয়োজন।