মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.Jaber Ali, ১৮ জুন, ২০২৩
প্রতিবেদনটি পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে অফিস সহকারী ৬০ কিলোমিটার যাতায়াত করে কখনো স্কুলে আসেন না। প্রধান শিক্ষিকা বিদ্যালয়টিকে পৈতৃক সম্পত্তি পেয়েছে ? যথাযথ ব্যবস্থা নিয়ে উচিত শিক্ষা দেওয়া উচিত।
Akter Hossain Mir, ১৫ জুন, ২০২৩
আমার জানামতে শরীয়তপুরের একনামীদামী স্কুলে এমন এক শিক্ষক আছেন কোন ক্লাস নেন না,
idris ahmed, ১৫ জুন, ২০২৩
ক্ষমতা কারে কয়, তারই আরও একটি নমুনা এমন নজীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে। প্রতিষ্ঠান প্রধানের চাটুকারিতায় কিছু শিক্ষক, কর্মচারীকে দোঁড়ের উপরে রাখেন আর কিছু শিক্ষককে প্রধানরা ছাড় দিয়ে চলেন। এই ব্যপারে গোপনে যোগাযোগ করলে এমন নজিরের অভাব হবে না শুধু এইটি একটি নমুনা;
Salim Ullah, ১৫ জুন, ২০২৩
এই স্কুলটি মনেহয় মংগল গ্রহে অবস্থিত। তাই শিক্ষা বিভাগের কেউ এ সম্পর্কে জানে না। তথ্য প্রযুক্তির এই যুগে এমন খবর ও এ দেশের মানুষ কে শুনতে হচ্ছে। সত্যিই কী বিচিত্র এই দেশ ! সেলুকাস।