মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এ এইচ এম মোস্তাফিজুর, ১৬ জুন, ২০২৩
শিক্ষকগন কি করে ছাত্রদের শাসন করবে তার একটি তালিকা সংশ্লিষ্ট কতৃপক্ষকে করার অনুরোধ রইল। আমরা আর পারছি না।
Tabiatkowser, ১৬ জুন, ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেত ব্যবহারের নিষিদ্ধ নীতি অচিরেই বাতিল করা প্রয়োজন। নইলে সামনে থেকে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়বে এতে কোন সন্দেহ নেই।
Md. Rafiqul Islam, ১৬ জুন, ২০২৩
একজন শিক্ষক শিক্ষার্থীর কল্যাণের জন্য শাসন করেন। সেক্ষেত্রে কখন একটু বেশি লাগতে পারে,একটু ভুলও হতে পারে, তার জন্য শিক্ষকই কি দায়ী ? আপনারা অভিভাবক- সন্তানদের শাসন করুন, নইলে অনুশোচনা করতে হবে। যে শিক্ষকের কাছে সন্তানের কল্যাণের জন্য দিয়েছেন সেই শিক্ষক কি আপনার সন্তানের ক্ষতি করতে পারে?
Md. Rafiqul Islam, ১৬ জুন, ২০২৩
শিক্ষকদের শাসনের ক্ষমতা না দিলে,বিশৃংখলা বাড়তেই থাকবে।
dr.noor muhammad, ১৬ জুন, ২০২৩
শিক্ষকের হাত থেকে যে দিন থেকে বেত কেড়ে নেয়া হল, সেদিন থেকে বেয়াদপের জন নেয়া শুরু হল।