একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন, একজন দিনমজুরের ইনকামের চেয়েও কম, বিষয়টি অবশ্যই ভেবে দেখা দরকার। শিক্ষকদের বেতন বৃদ্ধি না করলে শিক্ষা মেরুদন্ডহীন হয়ে পড়বে, এতে বাঙালি জাতি মেরুদন্ডহীন হয়ে পড়বে। যে দেশে শিক্ষকদের মূল্যায়ন বেশি সেই দেশে সেই জাতি তত উন্নত। বিষয়টি আসলেই সকলকে ভাবিয়ে তোলার মতো।