মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০১ জুলাই, ২০২৩
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট এর সাথে ৫% প্রমোদনা প্রদানের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই প্রমোদনা প্রদানের ঘোষণা মানুষ গড়ার কারিগর অবহেলিত শিক্ষক সমাজের ক্ষেত্রে প্রযোজ্য কি না শিক্ষক সমাজ ধোঁয়াশার ধুম্রজালে আচ্ছন্ন,তাই খোলাসাভাবে ঘোষণা দিলে শিক্ষকসমাজ আনন্দিত হবে। যদি শিক্ষকসমাজকে প্রমোদনা থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা হবে জাতির বিবেকে কুঠাড়াঘাতের শামিল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হবে তেলের মাথায় তেল।তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন ৫% প্রমোদনা যেন অবহেলিত, জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ক্ষেত্রে ও প্রযোজ্য হয়।
khondoker abdul mannan, ০১ জুলাই, ২০২৩
এমপিওভূক্ত বেসরকারী শিক্ষকদের ৫ পার্সেন্ট প্রনোদনা প্রদান না করলে, এটার প্রকৃত উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে
Md. Shahjahan, ২৯ জুন, ২০২৩
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বঞ্চিত করা ঠিক হবে কিনা ভাবনার বিষয়। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ড টিকিয়ে রাখছেন তারাাই। তাই তাদের যুক্ত করা উচিৎ বলে মনে করি।