মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, হারগাজা উচ্চ বিদ্যালয়, লামা, বান্দরবান।, ১৫ জুলাই, ২০২৩
দৈনিক শিক্ষা ডটকম শিক্ষা সংক্রান্ত জাতীয় পত্রিকা মনে করি, কিন্তু ঢাকা রাজপথে শিক্ষা জাতীয়করণ আন্দোলন চলমান এর কোন খবর এতে নেই, এটা খুব দুঃখজনক!
Kazi Ashraf, ১৫ জুলাই, ২০২৩
এই পদ্ধতি মোটেই শিক্ষা বান্ধব নয়। তত দিনে শিক্ষা একেবার ধ্বংস হয়ে যাবে। গত ছয় মাসে এর অর্জন একেবারে শূন্য। পড়ালেখা আছে কিন্তু পরীক্ষা নাই। মানে রোগ আছে কিন্তু ডাক্তার দেখানো যাবে না। গতবার যখন ইহা পরীক্ষামূলক চালানো হয় শ খানেক স্কুলে, তখন উপর থেকে বলা হয়েছিল। এই কারিকুলামের কোন সমালোচনা করা যাবে না। কী অবাক কথা! আমি একটা নতুন কিছু চালু করছি, ভুল আছে কি না, তা যাচাইয়ের জন্য। অথচ ভুল থাকলে তা প্রকাশ করা যাবে না। যার উদ্দেশ্যই খারাপ, স্বৈরাচারী। তা কখনো সফলতার মুখ দেখবে না। আর ব্যর্থ হলে কি? উনাদের সন্তানরা তো এদেশে পড়ে না।