মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ আবু জাহেদ, ১৬ জুলাই, ২০২৩
এতো শর্ত এখন ওদেরকে জুড়ে না দিয়ে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে শর্তগুলো বাস্তবায়ন করতে পারলে কিন্ডারগার্ডেন গুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে।
Delwar Hossain, ১৫ জুলাই, ২০২৩
বর্তমানে কেজি স্কুল গুলোর কারনে এম.পিও ভুক্ত প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে। কেজি স্কুল গুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা বিভিন্ন ভাবে অভিভাবকদের মগজধোলাই করে ছাত্রছাত্রী ভর্তি করে, তাদেরকাছ থেকে বিভিন্ন উপায়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে থাকে। বেশিরভাগ কেজি স্কুল গুলোর শিক্ষকদের সর্বোচ্চ যোগ্যতা এস.এস.সি/এইচ.এস.সি পাশ হয়ে থাকে। নাম মাত্র বেতনে তাদেরকে দিয়ে ক্লাস পরিচালনা করে থাকে। যার জন্য ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা পায় না। তাই এসব কেজি স্কুল গুলোর জন্য প্রস্তাবিত সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন হলে মান সম্মত শিক্ষা নিশ্চিত হবে। আশা করি।
dr.noor muhammad, ১৫ জুলাই, ২০২৩
কিন্ডারগার্টেন এর জন্য নীতিমালা এটি একটি ভাল উদ্যোগ।এবার কওমি মাদ্রাসার জন্য নীতিমালা তৈরী জরুরি।কওমি মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে নীতিমালা তৈরী করলে ছাত্র ছাত্রীরা দেশের সম্পদে পরিনত হবে।কোন সূনির্দিষ্ট নীতিমালা না থাকায় ইচ্ছা মাফিক যত্র তত্র প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং পরিচালিত হচ্ছে।