মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মাদ হাবিবুর রহমান, ২৮ জুলাই, ২০২৩
ছেলেদের সংখ্যা কমার কারণঃ- ১/ছাত্রীদের সমপরিমাণ ছাত্রদের উপবৃত্তি দেয়া হয় না। ২/ ছাত্রদের সংসারের দায়িত্ব নিতে গিয়ে ঝরে পড়ে। ৩/ বিদেশ যাওয়ার ব্যাপারে ছাত্রদের উপর অভিভাবক নির্ভরশীল। ৪/ ছাত্রেরা মাদকাসক্ত, মোবাইলাসক্ত ও অসৎ সঙ্গ বেশি পায়। ৫ /অভিভাবকের সচেতনতার অভাব। ৬/ উপবৃত্তি না পাওয়ায় বিনা শর্তে যে কোন বয়সে বিবাহ করে ফেলে তখন সংসার করার দায়িত্ব বেড়ে যায়। মোহাম্মদ হাবিবুর রহমান সাদেকী অধ্যক্ষ, রুপসদী খোদাইবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
ripon, ২৮ জুলাই, ২০২৩
পড়াশুনা করে ঘুষ ছাড়া চাকরি হয়না পড়া শুনা করে কি করবে
KHADIGUL ISLAM, ২৮ জুলাই, ২০২৩
অনেক কারণে হতে পারে ছেলেরা পিছিয়ে পড়ার । 1। দারিদ্রতা 2। পড়াশুনায় অমনোযোঘী 3। টাকার নেশায় পড়া ইত্যাদি ।