মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Power Of Tangail, ৩১ জুলাই, ২০২৩
মামলার কথা আমি তো বলি নাই তাই আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না। আমার comment delete করেন। না হলে আমিই আপনাদের নামে অভিযোগ করবো।
Power Of Tangail, ৩০ জুলাই, ২০২৩
ভালো কইরা কইতাসি আমাগো স্কুল আর স্কুলের স্যার এর বদনাম করা বন্ধ কর। দোষ তর নাতির। তাই ভালো কইরা কইতাইসি এই বিষয়ে সব প্রতিবেদন ডিলিট কইরা ভালো হইয়া জা। নয় তর নাতি আরাফাতের খবর আছে। আমাগো এলাকাই আহিস দেহাইয়া দিমু আমরা স্যার দের কত সম্মান করি। তদের মত অমানুষ না আমরা। এইবার ssc পরীক্ষায় এই স্যার দের জন্যই Golden A+ পাইসি। তাই ভালো কইরা কইতাসি ভালো হইয়া জা। ডিজিটাল আইন ভয় করি না। আমি জানি এই স্ক্রিনশট দিয়ে আমার নামে মামলা করা যাবে।
TAPON KUMAR SINGH, ২৯ জুলাই, ২০২৩
প্রথমে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, সীমিত পর্যায়ে শাসন করা উচিত ছিল । তবে বর্তমান সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার, আচার-আচরণ এতোটা জঘন্য পর্যায়ে চলে গেছে যেটা ভাষায় বোঝানো যায় না । এর প্রধান কারণ হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের শাসন করা যাবে না এই আইনটির জন্য । বর্তমান সময়ে অপ্রাপ্ত বয়স্ক শিশুরা কিশোর গ্যাং তৈরি করে শিক্ষকদের হুমকি এবং মারধর পর্যন্ত করে । যার অধিকাংশই প্রকাশ করা হয় লোকলজ্জার কারণে ।