মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ৩১ জুলাই, ২০২৩
দেশের শিক্ষা ব্যবস্থায় কত ধরনের পার্থক্য? এ ধরনের তারতম্য দেখলে মনে হয় প্রাইমারির শিক্ষকরা সরকারের পুষ্য। আর বেসরকারি শিক্ষকরা সরকারের সতীনের সন্তান। প্রাইমারিতে যদি বদলি ও পদোন্নতির ব্যবস্থা থাকে, তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেই ঐ সিস্টেম নেই? একবার কি এই বৈষম্যের কথা চিন্তা করা দরকার। যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থায় ৯৭% ভাগ শিক্ষার যোগান দেয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে।
Tabiatkowser, ৩১ জুলাই, ২০২৩
দেশের শিক্ষা ব্যবস্থায় কত ধরনের পার্থক্য? এ ধরনের তারতম্য দেখলে মনে হয় প্রাইমারির শিক্ষকরা সরকারের পুষ্য। আর বেসরকারি শিক্ষকরা সরকারের সতীনের সন্তান। প্রাইমারিতে যদি বদলি ও পদোন্নতির ব্যবস্থা থাকে, তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেই ঐ সিস্টেম নেই? একবার কি এই বৈষম্যের কথা চিন্তা করা
Tabiatkowser, ৩১ জুলাই, ২০২৩
এখন প্রাইমারির অর্থ বলতে গেলে এর অর্থ হবে প্রায় মরা। দেশের শিক্ষা ব্যবস্থায় চরম গোড়ায় গলদ রয়েছে এই প্রাইমারি শিক্ষায়, যাকে আমরা বুনিয়াদি শিক্ষা। এই শিক্ষায় যদি কোন শিক্ষার্থী খোচট খেয়ে থাকে, তাহলে চারাগাছ যেমনি সঠিক পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারে না। ঠিক একজন শিশুও তদ্রূপ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। এই বুনিয়াদি শিক্ষায় যদি পুরো দেশের মধ্যে বছরের পর বছর ধরে ঘাটতি দেখা দেয়, তাহলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত ধরনের সুযোগ সুবিধা দিয়ে সরকারের কিংবা দেশের কি লাভ হচ্ছে? তাই এই প্রাইমারি শিক্ষার ব্যাপারে দেশের জনগণ ও সরকারের কাছে নতুন করে ভাববার সময় এখনই।