মানদন্ড বজায় না রাখতে পারা প্রতিষ্টানের জবাবদিহিতার আওতায় আনা জরুরী বলে আমার মনে হয়।
Tabiatkowser, ১১ আগস্ট , ২০২৩
কথায় আছে -আগাছামুক্ত/বেকারমুক্ত শিক্ষা পরিবেশ চাই। ব্যাংগাচির মতো গড়ে উঠা এ ধরনের ভুইপোড় মার্কা শিক্ষাপ্রতিষ্ঠান গুলো একদিকে যেমন বছরের পর বছর ধরে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে, তেমনি দেশের মধ্যে প্রতি বছর বেকার তৈরির কারখানা তৈরি করছে। তাই এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যখন এমপিও নীতিমালা রক্ষা করতে পারছে না, তখন তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ ছাড়া বিকল্প আর কি থাকতে পারে?