মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১২ আগস্ট , ২০২৩
সত্যিই শিক্ষকরাই সোনার মানুষ গড়ার কারিগর। তাহলে সরকারি হাইস্কুলের শিক্ষকরা ঘর ভাড়া পায় বেসিকের ৫০%। আর বেসরকারি শিক্ষকরা A-Z পর্যন্ত বাড়ি ভাড়া ১০০০ টাকা পাবে কেন? বৈষম্যের কারণে দেশটি স্বাধীন হয়েছিল কিন্তু আদৌ কি দেশ থেকে বৈষম্য দূর হয়েছে? তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকারিদের মত বেসরকারি শিক্ষকদেরও বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, চিকিৎসা ভাতা,টিপিন ভাতা ও শিক্ষা সহায়তা ভাতার নিশ্চিত ব্যবস্থা করে আধুনিক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার এগিয়ে যাবে বলে মনে করি।
md. rafikul islam, ১২ আগস্ট , ২০২৩
শুধুমাত্র বাসা ভাড়া ১০০০ টাকা, মেডিকাল ভাতা ৫০০ টাকা!!!!!!!!!!