মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Ataur Rahman, ২২ আগস্ট , ২০২৩
যিনি বলছেন মাদ্রাসা ও কলেজ সকল জায়গা জেনারেলরা দখল করতে চায়, আমি সে ভাইকে বলবো এটা দখল বা অদখলের বিষয় নয়। এখন আধুনিক যুগ। আমাদের মানষিক পরিবর্তন না হলে, আগামীতে মাদ্রাসায় শিক্ষার্থী পাওয়া যাবে না। কেন বলছি? দেখুন মাদ্রাসায় সাধারণত দরিদ্র পরিবারের সন্তান লেখাপড়া করে আর ধনীদের সন্তান স্কুল -কলেজে। আমাদের দেশে অনেক স্কুল ও কলেজ সরকারি হয়েছে এবং হবে। সেখানে শিক্ষার্থীরা সামান্য বেতন ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে লেখা পড়া করছে, আগামীতে আরও সুবিধা পাবে। কখনো চিন্তা করেছেন মাদ্রাসা কেন সরকারিকরণ হয় না? হয়তো উত্তর দিবেন সরকার চায় না তাই হয় না। না আপনি ভুল ভাবছেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। বর্তমান মাঝিরা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে জানেন? যখন ইংরেজরা এদেশের ক্ষমতার মসনদে বসলো তখন কিছু পাঞ্জেরি মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম বলেছিলেন। মুসলমানদের সে ভুল ভেঙেছিলো এক শত বছর পরে। তাইতো মুসলমানরা অন্যদের থেকে এক শত বছর পিছিয়ে আছে। সেই একই ভুল আবার করছেন বর্তমান পাঞ্জেরিবৃন্দ। আমি বিনয়ের সাথে বলবো একটু চিন্তা করে দেখুন.....
Mohammad Yousuf Hossain, ২২ আগস্ট , ২০২৩
জেনারেল শিক্ষকদের জন্য স্কুল, কলেজে প্রশাসনিক পদে যাওয়ার সুযোগ আছে। তারা সেখানে যেতে পারে। মাদ্রাসার আরবি শিক্ষকদের জন্য স্কুল, কলেজে সুযোগ নেই। জেনারেল শিক্ষকগণ কি উভয় স্হান দখল করতে চায়?
Atiqur Rahman, ২২ আগস্ট , ২০২৩
আবারো কি ইংরেজ দিয়ে শাসন করতে চান?
mohammad abdus salam, ২২ আগস্ট , ২০২৩
বর্তমানে মাদ্রাসায় আরবি বিষয়ের চেয়ে সাধারণ বিষয় বেশি আছে। ফলে আরবি শিক্ষকের চেয়ে জেনারেল শিক্ষকও বেশি আছে। জেনারেল শিক্ষকদের সবাই বিএড/এমএড ধারী। প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগ দেওয়া হলে মাদ্রাসা শিক্ষায় গতি আসবে ও নিয়োগ বানিজ্য -তদবির বন্ধ হবে, পিছিয়ে আছে বদনাম বন্ধ হবে, শিক্ষার্থী বাড়বে। তাই যেসকল কর্মকর্তা, শিক্ষক নেতা, আরবি শিক্ষকগণকে আহবান করছি হিংসা নয়, শিক্ষকতা পেশায় মূল্যবোধ বৃদ্ধি ও মাদ্রাসা শিক্ষাকে কোনঠাসা অবস্থা থেকে মুক্তি পেতে জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগ দিতে সকলের সহযোগিতা কামনা করছি। আরবি শিক্ষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগ পেলে আপনাদের মূল্য কোনো ভাবেই কমবে না বরং শিক্ষক হিসেবে সমাজের সর্বস্তরে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হবে। ইনশাআল্লাহ।
Tanvir Ahamed, ২২ আগস্ট , ২০২৩
মাদরাসার আলাদা স্বতন্ত্রবোধ টুকুতেও প্যারাক মরার চেষ্টা চলছে,যেখানে কুরআন, হাদিসের মতো পবিত্র গ্রন্থ রয়েছে, তা কি বিনাঅযু বা পাকসাফ বিহীন অবস্হায় অধ্যায়ন করবে? এই বিধান কার্যকর হলে অমুসলিমদেরও তো প্রশাসনিক পদে নিয়োগ দিতে হবে! মাদরাসা শিক্ষা ধ্বংসের নীল নকসা। নাম প্রকাশে অনিচ্ছুক, নোমান হোসেন পিরোজপুর
Mohammad Ramzan Ali, ২২ আগস্ট , ২০২৩
মাদ্রাসার প্রশাসনিক পদে জেনেরাল শিক্ষকদেরকে যদি আসার সুযোগ দেওয়া হয় তাহলে আরবি শিক্ষকদেরকেও স্কুল-কলেজের প্রশাসনিক পদে যাওয়ার সুযোগ দিতে হবে। আরবি শিক্ষকরা যেভাবে কোরআন, হাদিস, ফিকাহ, উসুলে ফিকাহ, আরবি ব্যাকরণ ইত্যাদি বিষয়ের পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজী ও সাধারণ বিষয়ে উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে আসে। জেনেরাল শিক্ষকরাও কোরআন, হাদিস, ফিকাহ, উসুলে ফিকাহ, আরবি ব্যাকরণ ইত্যাদি বিষয়ে উত্তীর্ণ হয়ে যোগ্যতা প্রমাণ করে দেখাতে বলেন। যারা বয়স্ক আলেম তারা হয়ত জেনারেল বিষয়ে কম বুঝেন। বর্তমানে যারা আলেম তারা অল রাউন্ডার। প্রশাসনিক পদে দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে যেহেতু আসতে হয় সেহেতু বয়স্ক আলেমরা আসে যাদের বেশীর ভাগ জেনারেল বিষয়ে কম অভিজ্ঞ। কিন্তু স্কুল-কলেজ ও মাদ্রাসা সব জায়গায় কমিটি যোগ্য লোককে নিয়োগ না দিয়ে অযোগ্য লোককে নিয়োগ দিচ্ছেন তাদের সুবিধার জন্য।
Kamruddin, ২১ আগস্ট , ২০২৩
আমার মাদ্রাসায় ২৮ বছরের চাকুরী জীবনে ১ জন ভারপ্রাপ্ত ৪ জন প্রধানের কার্য্যক্রম দেখার সৌভাগ্য হয়েছে, বেশিরভাগ অদক্ষ, হলফ করে বলতে পারি জেনারেল শিক্ষদের দায়িত্ব দিলে মাদ্রাসা শিক্ষায় গতি পাবে,তাছাড়া তদবির বন্ধ করা ও জরুরী।