মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মো:আলাউদ্দিন, ৩০ আগস্ট , ২০২৩
ইনশাআল্লাহ। আবারও প্রধানমন্ত্রী হবে জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা।
মোঃ আতিকুর রহমান, ৩০ আগস্ট , ২০২৩
যাবার সময় হলে সকলে একথা বলে। আর নির্বাচন এলে একথা বলে। এর আগে এভাবে নরুল ইসলাম নাহিদ স‍্যার বলেছিল। আমরা প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই। ওনি যেন আমাদের সমাবেশ 5 অক্টোবর এসে কি হবে আর কি হবে না তা আমাদের শিক্ষক সমাজকে যেন বলে।
শাব্বীর আহমদ শিবলী, ২৯ আগস্ট , ২০২৩
চিলে কান নিয়ে গেছে। এই ভুতে ধরছে। এটি কে সরাবে। আফসোস
Tabiatkowser, ২৯ আগস্ট , ২০২৩
শিক্ষামন্ত্রীর অগোছালো কথাবার্তার দ্বারা মনে হয় তিনি শিক্ষকদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে।
Tabiatkowser, ২৯ আগস্ট , ২০২৩
শিক্ষামন্ত্রীর কাণ্ডজ্ঞান যদি থাকত তাহলে তিনি শিক্ষকদের ব্যাপার নিয়ে এত মিথ্যাচার করতেন না। ওনার কথার উপর সকল শিক্ষকদের নিন্দা জানানো দরকার। দ্রুত ওনার কথার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হোক।
Tabiatkowser, ২৯ আগস্ট , ২০২৩
মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সত্যিই বলেছেন। এবার যারা শিক্ষা নিয়ে কাজ করে এসব আমলারা কি উত্তর দিবে? আমি মনে করি এ সমস্ত গাধা মার্কা শিক্ষাব্যবস্থা বা কারিকুলাম যারা চালু করেছে তাদের শাস্তি হওয়া দরকার। কেননা যেসব আমলারা এই শিক্ষাব্যবস্থা চালু করেছে তাদের সন্তানরা তো আর এদেশে লেখাপড়া করে না। এরা চায় এদেশের সন্তানেরা যেন মানুষ না হোক। সরকারের ঘাড়ে এসব লোক চড়ে শিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে। অথচ এগুলো দেখার কোনো কেউ নেই। এই ব্যর্থ শিক্ষা মন্ত্রীর সময়ে শিক্ষার বারোটা বেজে গেছে। এই শিক্ষা ব্যবস্থা আদৌ ফলপ্রসু হবে না দেশে। কারণ যে দেশের ৪৫% এখন শুদ্ধভাবে বাংলা ও পড়তে পারে না, সেখানে তারা অন্যান্য বিষয় কিভাবে বুঝবে? একবার ভেবে দেখা দরকার।
Tabiatkowser, ২৯ আগস্ট , ২০২৩
এই ব্যর্থ শিক্ষামন্ত্রী কল্যাণ তহবিলের আত্মসাৎ কারী নামধারী স্বাধীনতা শিক্ষক পরিষদের চাটুকারকে নিয়ে আর কতদিন চলবে? বাণিজ্য মন্ত্রী আর শিক্ষামন্ত্রী এই দুজনেই বর্তমান সরকারের ব্যর্থ মন্ত্রী। অতি সত্বর এই দুই মন্ত্রণালয়ের পরিবর্তন করা দরকার।
Prodip kumar biswas, ২৯ আগস্ট , ২০২৩
মাননীয় শিক্ষামন্ত্রী আবারও বি টি এ কে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলেছেন। আমাদের সাধারণ সম্পাদক স্যারের ঊচিত শিক্ষামন্ত্রীর নামে মামলা করা।
মহিউদ্দিন আহমেদ, ২৯ আগস্ট , ২০২৩
এই উদ্ধত, অসত্য বলা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাই। বৃহত্তর শিক্ষক সংগঠন বিটিয়ের পক্ষ থেকে তার জন্য দোয়া আল্লাহ তার শুভবুদ্ধির উদয় করেদিন, শিক্ষক বান্ধব করেদিন এই মন্ত্রনালয় থেকে বিদায় করেদিন। আমীন।
মহিউদ্দিন আহমেদ, ২৯ আগস্ট , ২০২৩
আমার মতামতটি দয়াকরে প্রকাশ করুন।
মহিউদ্দিন আহমেদ, ২৯ আগস্ট , ২০২৩
এই উদ্ধত, অসত্য বলা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাই। বৃহত্তর শিক্ষক সংগঠন বিটিয়ের পক্ষ থেকে তার জন্য দোয়া আল্লাহ তার শুভবুদ্ধির উদয় করেদিন, শিক্ষক বান্ধব করেদিন এই মন্ত্রনালয় থেকে বিদায় করেদিন। আমীন।
মহিউদ্দিন আহমেদ, ২৯ আগস্ট , ২০২৩
এই উদ্ধত, অসত্য বলা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাই। বৃহত্তর শিক্ষক সংগঠন বিটিয়ের পক্ষ থেকে তার জন্য দোয়া আল্লাহ তার শুভবুদ্ধির উদয় করেদিন, শিক্ষক বান্ধব করেদিন এই মন্ত্রনালয় থেকে বিদায় করেদিন। আমীন।