মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মহঃ আবু কায়েশ, ৩০ আগস্ট , ২০২৩
কৃষিমন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন। বর্তমানে মোবাইল যেমন শিক্ষার্থীদের লেখাপড়া ধ্বংস করে দিয়েছে। সন্ধার পরে ছেলেমেয়েরা এখন বইয়ের পরিবর্তে মোবাইল নিয়ে বসে। তেমনি বর্তমানে পরিক্ষা না থাকার কারনে শিক্ষা ব্যবস্হা ধ্বংস হয়ে যাচ্ছে।
মোঃ ইউসুফ আলী, মাগুরা এম.ইউ আলিম মাদ্রাসা, ৩০ আগস্ট , ২০২৩
আমলারা যদি শিক্ষার কারিকুলাম তৈরী করে তা বাস্তবায়ন নিজেরাই করে।তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজন নেই।
শাব্বীর আহমদ শিবলী, ২৯ আগস্ট , ২০২৩
মাননীয় মন্ত্রী এতোদিন পর আসল কথা বললেন। ধন্যবাদ । মনের কথা গুলো বলার জন্য
Tabiatkowser, ২৯ আগস্ট , ২০২৩
মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সত্যিই বলেছেন। এবার যারা শিক্ষা নিয়ে কাজ করে এসব আমলারা কি উত্তর দিবে? আমি মনে করি এ সমস্ত গাধা মার্কা শিক্ষাব্যবস্থা বা কারিকুলাম যারা চালু করেছে তাদের শাস্তি হওয়া দরকার। কেননা যেসব আমলারা এই শিক্ষাব্যবস্থা চালু করেছে তাদের সন্তানরা তো আর এদেশে লেখাপড়া করে না। এরা চায় এদেশের সন্তানেরা যেন মানুষ না হোক। সরকারের ঘাড়ে এসব জানোয়াররা চড়ে শিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে। অথচ এগুলো দেখার কোনো কেউ নেই। এই ব্যর্থ শিক্ষা মন্ত্রীর সময়ে শিক্ষার বারোটা বেজে গেছে। এই শিক্ষা ব্যবস্থা আদৌ ফলপ্রসু হবে না দেশে। কারণ যে দেশের ৪৫% এখন শুদ্ধভাবে বাংলা ও করতে পারেন না সেখানে তারা অন্যান্য বিষয় বুঝবে? একবার ভেবে দেখা দরকার।