মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. SHAHIDUL ISLAM, ০৭ সেপ্টেম্বর, ২০২৩
এসএসসি পাসে কলেজের ল্যাব সহকারীর বেতন গ্রেড যদি ১৬ চায় তবে এইচএসসি পাসে অফিস সহকারীর বেতন গ্রেড কত হবে জানতে চাই
কামরুন নাহার, ০২ সেপ্টেম্বর, ২০২৩
ল্যাব সহকারীদের গ্রেড যদি ১০,১৩,ও ১৬ হয়, তবে প্রদর্শক বা ইনস্ট্রাকটরদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে (স্নাতক- স্নাতকোত্তর) ১০ না হয়ে ০৯ কোড হওয়া উচিত নয় কি ? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শকদের ও কোন পদোন্নতি না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে থাকে। এর ও কোন সমাধান প্রয়োজন।
মোঃ আব্দুল্লাহ আল মামুন, ০১ সেপ্টেম্বর, ২০২৩
ভোকেশনাল শাখায়- এসএসসি পাস, গ্রেড-১৭ এইচএসসি বিএম শাখায়- এইচএসসি পাস, গ্রেড-১৬ এইচএসসি আলিম শাখায়- এইচএসসি পাস, গ্রেড-১৬ মাধ্যমিক স্কুল শাখায়- এইচএসসি পাস, গ্রেড-১৬ উচ্চ মাধ্যমিক শাখায়- এসএসসি পাস, গ্রেড-১৮
মোঃ আব্দুল্লাহ আল মামুন, ০১ সেপ্টেম্বর, ২০২৩
কেন দেওয়া হবে না.. জানতে চাই। ভোকেশনাল শাখায়- এসএসসি পাস, গ্রেড-১৭ এইচএসসি বিএম শাখায়- এইচএসসি পাস, গ্রেড-১৬ এইচএসসি আলিম শাখায়- এইচএসসি পাস, গ্রেড-১৬ মাধ্যমিক স্কুল শাখায়- এইচএসসি পাস, গ্রেড-১৬ উচ্চ মাধ্যমিক শাখায়- এসএসসি পাস, গ্রেড-১৮
natasha, ৩১ আগস্ট , ২০২৩
ল্যাব অপারেটর /সহকারী যারাউ এই পোস্টে এসেছে যোগ্যতা নিয়ে এসেছে। অনেক ডিগ্রি পাশ, মাস্টার্স পাস ভালা চাকরি না পেয়ে এই পোস্টে এসেছে আমার মনে হয় দশম গ্রেড দেয়া দরকার অনেকে এই পোস্টে যারা আছেন তাদেরকে দিয়ে নানা কাজ করায় এই বৈষম্য দূর করা দরকার
MD RIPON MIA, ৩১ আগস্ট , ২০২৩
১৮ তম গ্রেড থেকে ১৬ তম গ্রেড হওয়া অতীব জরুরী। কেননা ও-ই বেতনে বর্তমান দিন যাবন করা কঠিন একটু হলেও স্বস্তি হবে সাথে অবশ্যই ল্যাবের কাজ পর্যন্ত সীমাবদ্ধতা থাকা দরকার। ১৯ ও ২০ তম গ্রেডের কাজ করে নেওয়াটা অন্যায়। তাই সবকিছুর সমাধান চাই।
RUBEL MAZUMDER, ৩১ আগস্ট , ২০২৩
ল্যাব সহকারীদের বেতন ১০ম গ্রেড হওয়া আবশ্যক।
Parvez, ৩১ আগস্ট , ২০২৩
সহমত