মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Biddut Kumer Ray, ২০ সেপ্টেম্বর, ২০২৩
NO2 প্রশ্নে আসে নাই । প্রশ্নে লেখা আছে NO এর মাথায় ডানকোনে 2 অর্থাৎ NO ‍ square . আপনি কি জীবনে NO ‍ square দেখেছেন ক্লাস ওয়ান থেকে শুরু করে পোস্ট ডক্টরেট এর পুরো রসায়ন বই কোন জায়গায়?
Biddut Kumer Ray, ২০ সেপ্টেম্বর, ২০২৩
VERY NICE WRITTTING
Md Abul Basher, ২০ সেপ্টেম্বর, ২০২৩
প্রশ্নতো হুবহো পত্রিকায় আসেনি। তবে রসায়ন দ্বিতীয় পত্রের ফোকাস চ্যাপ্টারই জৈব যৌগ। তাই এর থেকে 10 টি এমসিকিউ প্রশ্ন থাকাটাই যৌক্তিক। আর 16 নংপ্রশ্নের অপশন হিসাবে অর্থো-প্যারা নির্দেশক আপনি যৌগের কথা লিখেছেন। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি বেনজিন চক্রে বিভিন্ন নির্দেশক হিসাবে যেগুলো ব্যবহৃত হয় এগুলো কখনো যৌগ হয় না। নির্দেশকগুলোকে মূলক বলা হয়। আর NO2 -(নাইট্রো) মূলক যে মেটা নির্দেশক তা সব বইতেই লেখা আছে। আপনার রচিত (আমার জানা নেই) কোন বইয়ে না থাকলে তা ভিন্ন কথা। আর অন্যান্য তথ্য সংক্রান্ত জবাব প্রশ্নটি হুবহু না দেখলে কিছু বলতে পারছিনা। মোঃ আবুল বাসার , টেকনিক্যাল কলেজে কর্মরত জনৈক শিক্ষক।