মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Yeakub Ali, ০৪ অক্টোবর, ২০২৩
ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রদান করা মানেই ১০০% দুর্নীতি হওয়া। এখানে নিয়োগ প্রক্রিয়া কাগজ-কলমে শুধু ফেয়ার কিন্তু বাস্তবে সম্পূর্ণ তার বিপরীত। ম্যানেজিং কমিটি যাকে ইচ্ছা নিয়োগ দিতে পারে। মেধাক্রমানুসারে নিয়োগ দেওয়া হয় না। শুধুমাত্র অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এটাই চরম সত্য!!!! সব রাজনৈতিক দলই চায় এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া। কারণ রাজরীতিতে কোন লাভ না থাকলে কি হয়!!!!
Binoy Krishna Bhowmick, ০৪ অক্টোবর, ২০২৩
মন্ত্রী এমপি রা প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সরকারের হাতে নিতে ভ্যাটো প্রদান করুক আর শিক্ষা মন্ত্রী NTRC তে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত তৈরি করুন তাহলে শিক্ষা ব্যাবস্হা খুব দ্রুত এগিয়ে যাবে, দূর্নীতিবাজ রা ইচছা মতো গেইট বন্ধ করে বা টাকা খেয়ে বা পাতানো পরীক্ষা দিয়ে বা স্বজন প্রীতি করে বা আগের দিন প্রশ্ন পেয়ে বা শুধু বাংলা বা শুধু যে কোন একটা বিষয়ে পরীক্ষা দিয়ে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক হবে তাহলে দেশ ও জাতি খুব দ্রুত স্মার্ট হয়ে উঠবেন। জাতি হিসাবে আমরা লজ্জিত, কলঙ্কিত।
md. rafikul islam, ০৪ অক্টোবর, ২০২৩
মন্ত্রী, এমপি,সচিব যারা,নিবন্ধন দিয়ে নিয়োগের প্রতিবাদে তারা।তাদের জন্য মান সম্মত প্রধান নিয়োগ ভেস্তে যাচ্ছে। তাই জয়ী হোক ধান্ধা বাজরা।
Binoy Krishna Bhowmick, ০৪ অক্টোবর, ২০২৩
মন্ত্রী এমপি রা প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ এন টি আরসি তে দিতে বিরোধীতা করুক আর শিক্ষা মন্ত্রী এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে গড়িমসি করুক তাহলে দেশ ও জাতি উপকৃত হবে