আমি মনে করি এটার কারন হলো নিজ গ্রামেব বাড়ীর পাশে বদলি হওয়া। এতে হয় নিজে অথবা তার স্বামী সামাজিকতা করেন। তা হলে কে কি বলবে। আর তাই হয়। কেহ চায় না নিজ গ্রামে শত্রু তৈরি হউক। মজার বিষয় এই যে, বেশির ভাগ শিক্ষক শিক্ষিকা শহরে বাস করেন। নিজ গ্রামে বদলি হওয়ার অর্থ এহেন সুযোগ সুবিধা ভোগ করা। আমার মনে হয় নিজ ইউনিয়নে বদলি করা ঠিক হচ্ছে না। আর না হয় আইন এই ভাবে করা উচিত যে, নিজ ইউনিয়নে বদলি হলে বাড়ী ভাড়া পাবেন না। শধু যাতায়াত খরচ পাবেন। এটা আমার মুক্ত অভিমত।