মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, 'শিক্ষকরা সমাজের বাতিঘর" - ননএমপিও শিক্ষক বাতিঘরগুলো এখন নিভে যাওয়ার পথে। দয়াকরে এই শিক্ষরদের এমপিও দিয়ে বাতিঘর জ্বালিয়ে রাখুন।
তারেক মাহমুদ (অধ্যক্ষ,রাজাপুর বটতলীহাট কলেজ ,নিয়ামতপুর,নওগাঁ ), ০৪ অক্টোবর, ২০২৩
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী হলো ২৬ বছর। আর পারছি না । আমাদেরকে সমাজ, সংসার সবাই ছোট করে দেখে। কত কষ্ট করে বাবা মা লেখাপড়া শিখিয়েছিলেন সব মিথ্যে হয়ে গেল। নিঃশেষ করে দিয়েছে সমাজের কিছু অসৎ মানুষ। নন এমপিও অভিশাপ আমাদেরকে শেষ করে দিয়েছে। সরকার বাহাদুরের কাছে আর কিছুই চায় না। ধন্যবাদ।