মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

M. SOHEL RANA, ০৫ অক্টোবর, ২০২৩
মুখোস্ত ডায়লোগ,,,, কত আগে থেকে শুনছি।
Sardar mostaque ahmed, ০৫ অক্টোবর, ২০২৩
Teacher ra ki paylo are kivabay din katassay sayta ki akbaro vaybaysayn? Dr.kato baton pay are tadayr fee kato sayta bondho karay dakhuntho?
Yeakub Ali, ০৫ অক্টোবর, ২০২৩
‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা হলেন শিক্ষিত সমাজের বিবেক।" সমাজের বিবেককে আর কতো বেতন দিলে সরকারের সুবিধা হবে? এই বেতনে কি শিক্ষকদের সংসার চলে? কোচিং ব্যবসা বন্ধ করার দায়িত্ব সরকার প্রধানদের নয় কি? করতে পারছেন না কেন?
Md Farid uddin, ০৫ অক্টোবর, ২০২৩
গালগল্প না শুনাইয়া শিক্ষকদের দাবী দাওয়ার ব্যাপারে বলুন।এত উপদেশ শুনতে ভালো লাগেনা! আইছে কোচিং এর গল্প শুনাইতে!
MD.MAHBUBUR RAHMAN KHAN, ০৫ অক্টোবর, ২০২৩
ডাক্তারের টেস্ট বাণিজ্য ও বাইরে রোগী দেখা বন্ধ করা দরকার।
KRISHNA CHANDRA GHOSH, ০৫ অক্টোবর, ২০২৩
শিক্ষকতা চাকরি নয়, এটা একটা মহান পেষা -ভোগে শান্তি নয়,ত্যাগেই শান্তি -শিক্ষকদের এটাই সান্থনা।দেশবাসীর কাছে একটাই আবেদন আপনারা শিক্ষকদের যত অপমান করেন করুন কিন্তু ঐ নীতি বাক্যটা মুমূর্ষু শিক্ষকের শিওরের পাশে বসে যপ করতে ভুলবেন না।
Md.Bahar Ullah, ০৫ অক্টোবর, ২০২৩
আমাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক যাতে আমরা সমাজে সম্মান নিয়ে বাচতে পারি। আমাদের ১০০০টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় যা আজকাল এই টাকা দিয়ে চলা বেশ মুশকিল।
Masud Bin Amin, ০৫ অক্টোবর, ২০২৩
মহামান্য রাষ্ট্রপতি স্যার, সবিনয় নিবেদন এই যে, দয়া করে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সম্পর্কে খোঁজ নেন। এই মূল্যস্ফীতির কালে তারা কিভাবে পরিবার পরিজন নিয়ে বেচে আছেন সেই খোঁজ নেন। তারপর দয়া করে উপদেশ দেন। আর সবার মতো আপনিও সবচেয়ে সহজ কাজটি করা শুরু করবেন না আশা করছি। ১০০০ টাকা বাড়ি ভাড়া আর ৫০০ টাকা চিকিৎসা ভাতা। সেই সাথে চার আনা উৎসব ভাতা। আগে এইসব অসংগতি দূর করার ব্যবস্থা করেন।