মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ আব্দুল আজিজ প্রাং, ০৯ অক্টোবর, ২০২৩
অভিনন্দন জনাব আশরাফ স্যারকে। বর্তমানে কোন কর্মকর্তা/আমলারা মনেই করেন না যে তারা কোন দিন শিক্ষকের কাছে কিছু শিখেছেন। তাহলে আজ শিক্ষকদের এত অবহেলিত হতে হতো না। শিক্ষকতা পেশা অনেক সম্মানের যেনে এ পেশায় এসেছি, কিন্তু দিন দিন এমন চরম দুরাবস্থায় পড়তে হবে তা ভাবা যায় না।
কার্ত্তিক চন্দ্র চক্রবর্তী।, ০৬ অক্টোবর, ২০২৩
অভিনন্দন জনাব আশরাফ স্যারকে।এই যুগে তিনি আবারও দেখিয়ে দিলেন কিভাবে শিক্ষকের মর্যাদা দিতে হয়!প্রত্যেক শিক্ষার্থীর উচিত এভাবে শিক্ষকের মর্যাদা দেয়া।যেসব কর্মকর্তা/আমলারা উপর পর্যায়ে চাকরি করছেন,তারাও শিক্ষকেরই ছাত্র-ছাত্রী ছিলেন।কিন্তু তাদের মধ্যে এই শ্রদ্ধাবোধ নেই।তাই যদি থাকত,তাহলে ৫২ বছর পার হতো না,বেসরকারি স্কুল এতদিনে সরকারি হয়ে যেত।
BIKASH ROY, ০৫ অক্টোবর, ২০২৩
এসব নিউজ দেখে দেখে বিরক্তির শেষ পর্যায়ে চলে এসেছি। তাই এসব নিউজ বাদ দিয়ে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর জন্য নিউজ করুন। সংসার চালাতে হিমসিম খাচ্ছি।