All power might be snatched from the hands of the committee and head teacher.
Mohammad Nurul Karim, ১০ অক্টোবর, ২০২৩
অনেক প্রতিষ্ঠানেই ২০ থেকে ৫০ হাজার টাকা বিভিন্ন অযুহাতে নেয়া হচ্ছে, স্কুল, কলে জ বা মাদ্রাসা যেটাই হোক। কিন্তু, পরবর্তী হ্যাচিং এর জন্য সবাই কিল খেয়ে চুপ আছে।
মোঃ সোলায়মান হোসাইন, ০৯ অক্টোবর, ২০২৩
আমার কাছে বিষয়টি অভিযোগটি সত্য বলে মনে হচ্ছে।
Md. Ataur, ০৯ অক্টোবর, ২০২৩
এই সভাপতির দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেই ব্যবস্থা দেখে বাংলাদেশের কোন সভাপতি ও প্রধান শিক্ষক যেন আর কারোর কাছে টাকা চেতে না পারে। সভাপতিকে বরখাস্ত এবং প্রধান শিক্ষকের ইনডেক্স বন্ধ করা হোক।
MD.Jaber Ali, ০৮ অক্টোবর, ২০২৩
স্বচ্ছ নির্ভেজাল নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএ এর সুপারিশ প্রাপ্ত শিক্ষকের কাছে ঘুষ দাবি অত্যন্ত দুঃখজনক লজ্জাকর এবং নিচু মন মানসিকতার কাজ। ওই বিদ্যালয়ের সভাপতি যেহেতু একটি বেসরকারি কলেজের এমপিওভুক্ত প্রভাষক এবং ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে আইনের আওতায় নিয়ে স্থায়ীভাবে বরখাস্ত করে এমপিও সিট হতে নাম কর্তন কর হোক।