মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nazneen Sultana, ০৯ অক্টোবর, ২০২৩
এমন শিক্ষার্থীদেরতো এখন অহরহই পাওয়া যায়। ছেলেমেয়ে বলে কোন কথা নেই। যেখানে ছাত্রছাত্রীদের হাতেই ক্ষমতা দেয়া হয় শিক্ষকের মান যাচাই করার, ছাত্রের ভুলে শাসন করা শিক্ষককে যেখানে অভিভাবক দ্বারাও নাজেহাল হতে হয়, সেখানে এমন ছাত্রেরতো অভাব হবার কথা নয়। এই ছাত্রতো শিক্ষককে সরাসরি চড়ই মেরেছে। শিক্ষক দিবস.....এসবতো ফেইসবুকে দামী পোস্ট দেয়ার অজুহাত মাত্র। আর আমরা অনেক শিক্ষাগুরুও কি ছাত্রদের অন্য শিক্ষকের বিরুদ্ধে বলার খেলা শেখাই না? নৈতিক অবক্ষয়ের জীবানু নাই কোথায়?
মোঃ সোলায়মান হোসাইন, ০৯ অক্টোবর, ২০২৩
শাসন ও বেতের শাস্তি উঠে যাওয়ায় ছাত্ররা শুধু আদর খেতে খেতে যে দিন দিন বাঁদর হয়ে যাচ্ছে এটি তারই প্রমাণ।
মোঃ ইমদাদুল হক, ০৯ অক্টোবর, ২০২৩
এই ঘটনার জন্য দায়ী অভিভাবক এবং প্রশাসন।
S M RAJU, ০৯ অক্টোবর, ২০২৩
ক্লাসে আবার বেত ফিরে আসুক এবং শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক) থেকে রাজনীতি দূরে থাকুক; সব ঠিক হয়ে যাবে।
Tabiatkowser, ০৯ অক্টোবর, ২০২৩
পিতামাতা যদি আদব কায়দা না শিখে, সেখানে সন্তানের কথা বলা ঠিক নয়।
MD, ০৯ অক্টোবর, ২০২৩
কোন দিকে যাচ্ছে শিক্ষার মান। নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করা অত্যন্ত প্রযোজন। নাহলে ভবিষ্যতে এমন ঘটনা সমগ্র শিক্ষকের গলার কাটা হয়ে দাড়াবে। পারিবারিক শিক্ষা এখন শিক্ষার্থীদের বড়ই অভাব। পিতা মাতা এখন টিভির চ্যানেলে ব্যাস্ত।
তানভীর আহাম্মেদ, ০৯ অক্টোবর, ২০২৩
খাতা কেড়ে নেওয়ার সময শিক্ষার্থীকে ধাক্ষা দিয়ে বেড় হযে যাওয়ার ঈশারা করাও মনে হয় উক্ত শিক্ষকের উচিত হয়নি।
মো:আতাউর রহমান, ০৯ অক্টোবর, ২০২৩
তদন্ত কমিটির তদন্ত শেষে ঐ ছাত্র অপরাধি প্রমানিত হলে কঠিন শাস্তি দেওয়া হক।