মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

তারেক মাহমুদ (অধ্যক্ষ,রাজাপুর বটতলীহাট কলেজ ,নিয়ামতপুর,নওগাঁ ), ১৩ অক্টোবর, ২০২৩
গ্রামের সরকারি কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির একটা নিয়ম বেঁধে দিলে বর্তমানে সব কলেজ ছাত্র পেতো.এবং শিক্ষার মান ঠিক থাকতো। সম্ভব হলে প্রয়োজন মাফিক ক্লাসে শিক্ষার্থী থাকলে শিক্ষার্থী স্যারের কথা বুঝতে পারতোএবং সে ক্ষেত্রে শিক্ষার মান থাকতো। ক্লাসে অনেক শিক্ষার্থী থাকার কারণে শিক্ষার্থীরা ক্লাস বুঝতে না পেরে প্রাইভেট এবং কোচিংয়ে চলে যেতে হয়।
Yeakub Ali, ১৩ অক্টোবর, ২০২৩
বালিকা বিদ্যালয়েও বালকদের ভর্তি করা হোক। সহশিক্ষাই যদি সমস্য হয় তবে আলাদা ভাবে বালক বিদ্যালয় করুক। বালিকা বিদ্যালয় অনুমোদন দেওয়ার কারণ কি? আজব নিয়মনীতি !!!!!!!!!!!!!
Yeakub Ali, ১৩ অক্টোবর, ২০২৩
লটারী যদি স্কুল করে তাহলে দূর্নীতি হবে!!
Purna Chandra Dev Nath, ১২ অক্টোবর, ২০২৩
বর্তমান শিক্ষা কারিকুলামে প্রতি শাখায় ৪০ জন শিক্ষার্থী হইলেই যথেষ্ট। এর বেশি হলে সঠিক শিক্ষা দিতে কষ্ট হয়।
habibur, ১২ অক্টোবর, ২০২৩
জেলা, উপজেলার এবং গ্রাম পর্যায়ে স্কুলগুলোতেও এই নিয়ম মানার নির্দেশনা জারী করা হোক। কারণ এরা প্রতি শ্রেণিতে শিফট ছাড়াই ১৫০ এর অধিক শিক্ষার্থী ভর্তি করায়।
Md. Ataur, ১১ অক্টোবর, ২০২৩
নীতিমালায় ৪০ জনের কথা বলা আছে, ৪০ জনের বেশি হলে পাঠদানে ব্যহত হয়।