আমাদের সন্তানদের ভবিষ্যত শেস।ছোটবেলায় শুনতাম যে ছাত্র জীবন মজার জীবন যদি না থাকতো পরীক্ষা। আজ অনেক দিন পর সেই কথাটায় বাস্তবে দেখতে পাচ্ছি।যার কারোনে গোটা জাতী আজ ধংশের শেষ প্রান্তে।আসুন সকল অভিভাবক একত্রে হয়ে সোচ্চার হই তা না হলে আগামি প্রজন্ম গভির অন্ধকারে নিমজ্জিত হবে।
Mohammad Shahidul Islam, ১২ অক্টোবর, ২০২৩
বলা হয়েছে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হয়েছে। আমার প্রশ্ন,পরীক্ষা আছে কোথায়? কোথায় পরীক্ষা রেখেছেন? দেশের সতেরো কোটি মানুষ আজ আপনাদের খেলার সামগ্রী। পরামর্শ বা সদুপদেশ দিলে সেটাকে সম্মান হানিকর বা নেতিবাচক রাজনৈতিক অপকর্ম বলে চালিয়ে নির্যাতনের যাতাকলে পিষ্ট হতে হয়।