মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Yeakub Ali, ১৩ অক্টোবর, ২০২৩
জিপিএ ৫ থেকে নেমে এখন ৩ এ এসেছে, এর পর নাই হয়ে যাবে।
Md. Zahirul Islam, ১৩ অক্টোবর, ২০২৩
নতুন শিক্ষাক্রম চালু হলে কয়েক বছরের মধ্যে অভিযোগ আর থাকবে না। অভ্যস্ত হয়ে যাবে। বিজলি বাতিকেও অনেকে যাদু বলেছিল অথচ এখন বিজলি বাতি প্রয়োজনীয় বস্তু।
Tabiatkowser, ১৩ অক্টোবর, ২০২৩
পাঠ্যবইতে যেরূপ আবুল তাবুল কথাবার্তা, কিচ্ছা কাহিনি, উদাহরণ, যেটা আমাদের বাংগালী সংস্কৃতির পরিপন্থী আর ব্যাপক বর্ণনা সেটা পরিহার করে তথা লেখা কমিয়ে আনা প্রয়োজন। শিক্ষকদের উউচিত মত প্রশিক্ষণ দিয়ে তা প্রয়োগ হচ্ছে কি না তার জন্য মনিটরিং জোরদার করা দরকার।
Tabiatkowser, ১৩ অক্টোবর, ২০২৩
আমাদের শিক্ষার্থীদের সাথে অন্য দেশের শিক্ষার্থীদের তুলনা করা ঠিক হবে না। কারণ অন্য দেশের শিক্ষার্থীরা প্রাইমারীতে যা পড়ে তা আমাদের দেশে কলেজে পড়ার পরিবেশেও আছে কিনা সন্দেহ।
Tabiatkowser, ১৩ অক্টোবর, ২০২৩
পাঠ্য বইতে সব অগোছালো কথাবার্তায় ভরা। রাম ছাগলের কিচ্ছা কাহিনি। এইগুলো দিয়ে শিক্ষার্থীদের কি কল্যাণ হবে। আমাদের বাংগালীরা একেতো অলস? এত নাটকীয় পদ্ধতিতে কয়জন শিক্ষক পড়াবে তার জন্য বিশেষ গবেষণার প্রয়োজন আছে কি?
Tabiatkowser, ১৩ অক্টোবর, ২০২৩
বর্তমান কারিকুলাম এর মূল্যায়ন পদ্ধতি গাধা ঘোড়া একই দাম। মূল্যায়নের সূচকের মাত্রা হাস্যকর। এই পদ্ধতি কোন দেশ থেকে নিয়ে আসলো ১৭ কোটি মানুষের অগোচরে অজানা থেকে গেল। বর্তমান কারিকুলাম সংসদে না তুলে এমনিতেই জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হল।
F Rahman, ১৩ অক্টোবর, ২০২৩
এই সব ফালতু কারিকুলাম দিয়ে শিক্ষাব্যবস্থা নষ্ট করে দেওয়া হচ্ছ। এই কারিকুলাম বাটিলের দাবি জানাচ্ছ।